দিনহাটাতে বেহাল রাস্তা সংস্কার হবে,বরাদ্দ ২ কোটি

দিনহাটাতে বেহাল রাস্তা সংস্কার হবে,বরাদ্দ ২ কোটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিনহাটাতে বেহাল রাস্তা সংস্কার হবে,বরাদ্দ ২ কোটি। দিনহাটা শহরের বেহাল হয়ে পড়া রাস্তা নতুন করে পুর কর্তৃপক্ষ সংস্কারে উদ্যোগী হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।পুরসভা সূত্রে জানা গিয়েছে,রাস্তা সংস্কা সহ অন্যান্য কাজের জন্য প্রায় ২কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।বিভিন্ন ওয়ার্ডের সাতটি রাস্তা নতুন করে সংস্কারের পাশাপাশি এর মধ্যে ছয়টি রাস্তা কে মেস্টিক করা হচ্ছে।

 

এই রাস্তাগুলির মধ্যে রয়েছে শহরের বোর্ডিং পাড়া থেকে গোপালনগরের রাস্তা ছাড়াও চার নম্বর, আট ও ১৫ নম্বর ওয়ার্ডে এই রাস্তা। এছাড়াও বলরামপুর রোড সারদাপল্লী থেকে ফকিরতকেয়া হয়ে সাহেবগঞ্জ রোড পর্যন্ত রাস্তাটি নতুন করে সংস্কার করা হবে। পুরসভার নিজস্ব তহবিল থেকে উন্নয়নমূলক ওই কাজে টাকা বরাদ্দ করছে। শহরের বেশ কিছু এলাকায় রাস্তা ও নিকাশি নালা নতুন করে সংস্কারের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ ৮০ টি জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

 

 

পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী বলেন,বেশ কয়েকটি রাস্তা নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এই রাস্তাগুলির মধ্যে ছয়টি রাস্তা মেস্টিক করা হবে।শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হবে। রাস্তাগুলি সংস্কার ও মেস্টিক করার জন্য বরাদ্দ হয়েছে প্রায় দুই কোটি টাকা।

আরও পড়ুন – রাহুল গান্ধীর ”পাপ্পু’ নামটা এবার কাটল, বিজেপির ঘুম উড়ল

 

শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের কেউ কেউ জানান, কিছু কিছু রাস্তা রয়েছে যেগুলি কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। রাস্তাগুলি সংস্কার এবং জল নিকাশের সুষ্ঠু ব্যবস্থা পুর কর্তৃপক্ষ দ্রুত গড়ে তুললে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি তারা আরও জানান,উদয়ন গুহ পুরসভার চেয়ারম্যান ও প্রশাসক থাকাকালীন তার উদ্যোগে শহরের বেশকিছু রাস্তা মেস্টিক হয়েছে। এছাড়াও বর্তমান পুরবোর্ড বেহাল হয়ে থাকা বাকি রাস্তাগুলি আগামীতে মেস্টিক করলে চলাচলের সুবিধা হবে। শহরের বেশ কয়েকটি রাস্তা এতটাই খারাপ পিচের চাদর উঠে গিয়ে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে উঠেছে।

 

সিপিআইএমের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন,” উন্নয়ন হোক আমরা চাই। তবে কোথায় কি কাজ হচ্ছে তার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সেটা জনগণকে জানানো হোক। রাস্তা যেমন সংস্কার দরকার পাশাপাশি যেখানে সেখানে অপরিকল্পিতভাবে ড্রেন না করে মাস্টার প্ল্যান করে সেই ড্রেন করা হোক। ”

 

ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল জানান, শহরের কয়েকটি রাস্তা বেহাল হয়ে পড়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বলরামপুরের সারদা পল্লী রাস্তা যেমন রয়েছে তেমনি গোপালনগরে স্কুলে যাওয়ার রাস্তা ছাড়াও বোর্ডিং পাড়ার রাস্তা ও বেহাল হয়ে পড়েছে। রাস্তাগুলির সংস্কার না হয় সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে শুরু করে বাসিন্দাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top