রাজ্যে তৃতীয় আলিপুরদুয়ার জেলা,খুশির হাওয়া। দুয়ারে সরকারের শিবিরে মানুষ অংশগ্রহন করার ক্ষেত্রে রাজ্য তৃতীয় হল আলিপুরদুয়ার জেলা। এই সাফল্যে জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের মধ্যে এখন খুশীর হাওয়া বইছে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চম দফার দুয়ারে সরকারের ক্যাম্প ।
১ -১৯ নভেম্বর এই সময়ের মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন সরকারি পরিষেবার জন্য মানুষ আসার ক্ষেত্রে রাজ্যে আলিপুরদুয়ার জেলা তৃতীয় স্হানে উঠে এসেছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুয়ারে সরকারের ক্যাম্পে ১-১৯ নভেম্বর পর্যন্ত মানুষ আসার ক্ষেত্রে রাজ্যে প্রথম স্হানে আছে মুর্শিদাবাদ জেলা । তারপরেই দ্বিতীয় ও তৃতীয় স্হানে রয়েছে যথাক্রমে উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ার জেলা ।
এই হিসাবে উত্তরবঙ্গে কালিম্পং জেলা প্রথম ও আলিপুরদুয়ার জেলা দ্বিতীয় । তবে কালিম্পং জেলায় আলিপুরদুয়ারের তুলনায় জনসংখ্যা খুবই কম । কালিম্পংয়ের জনসংখ্যা মাত্র ২ লক্ষ ৫১ হাজার ৬৪২ জন । সেখানে আলিপুরদুয়ারের জনসংখ্যা ১৫ লক্ষ ১ হাজার ৯৩ জন । অন্যদিকে , মুর্শিদাবাদের জনসংখ্যা ৭১ লক্ষ ৩ হাজার ৮০৭ জন । সরকারি পরিসংখ্যান অনুসারে ১৯ নভেম্বর পর্যন্ত আলিপুরদুয়ার জেলায় দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন জেলার মোট জনসংখ্যার মধ্যে ৯.৬৮ শতাংশ মানুষ ।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
অন্যদিকে , কালিম্পং জেলার মোট জনসংখ্যার মধ্যে ১২.৭০ শতাংশ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন । আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তাদের দাবি, দুয়ারে সরকারের ক্যাম্প চলবে ৩০ নভেম্বর পর্যন্ত ।জনসংখ্যা কম থাকায় অচিরেই কালিম্পংকে ছাপিয়ে যাবে আলিপুরদুয়ার জেলা । জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান , এর আগে দুয়ারে সরকারের চতুর্থ দফা কর্মসূচি হয়েছিল ।
তাতে গোটা জেলা প্রশাসনের আধিকারিকদের প্রচুর অভিজ্ঞতা হয়েছে । জেলা প্রশাসন একটা টিম হিসাবে কাজ করছে । পঞ্চম দফার দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য জেলা জুড়ে আগে থেকেই প্রচুর প্রচার করা হয়েছে । তারই ফল হিসাবে রাজ্যে এই সাফল্য । প্রসঙ্গত, আলিপুরদুয়ারে এবার দুয়ারে সরকারের জন্য ১৬৩২টি ক্যাম্প হবে । জেলার দুর্গম বনবস্তি , চা বাগান ও বক্সা পাহাড়ের ১৩ টি পাহাড়ী গ্রামের জন্য আলাদা করে ৪১৫ টি মোবাইল ক্যাম্পও চালু করা হয়েছে । এবার ২৬ টি সরকারি পরিষেবা আছে । মানুষ দলে দলে ক্যাম্পে আসছে । যা পঞ্চায়েত ভোটের আগে স্বস্তি যোগাবে শাসক দলকে ।