সপ্তাহব্যাপী মুখোশ গানশেষ হল। উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন জনপ্রিয় মুখোশ রাজধারী রামায়ণ গানের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হল রবিবার । এদিন কৃষ্ণ লীলার দধি মন্থন পালা মঞ্চস্থ হয় । এই গানের আসরে লোক শিল্পীদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদ্বীপ দাস এবং চোপড়ার বি ডি ও সমীর মন্ডল । শতাব্দী প্রাচীন মুখোশ গানকে বাঁচিয়ে রাখার উদ্যোগে সপ্তাহব্যাপী সারারাত ধরে গানের আসর চালানোর জন্য শিল্পীদের উৎসাহ প্রদান ও সাধুবাদ জানান ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ।
এই মুখোশ দলের পরিচালক এবং মুখোশ অভিনয় শিল্পী কমলাকান্ত জানান ,পুরনো এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে শিল্পীদের উদ্যোগেই প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী মুখোস গানের আসর বসানো হয় । তবে তারা আর্থিক সংকটের কারণে বহু পুরনো দিনের মুখোশ এবং জরাজীর্ণ পোশাক নিয়েই এই গান করে থাকেন। তাদের দাবি যাত্রা একাডেমী দলের মতো তাদের এই পুরনো লোকসংস্কৃতির ৪০ — ৪৫ জনের দল সরকারি বা বেসরকারি ভাবে আর্থিক সাহায্য পেলে তারা এই গানকে আরো উন্নত করতে পারবেন ।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
উল্লেখ্য, উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন জনপ্রিয় মুখোশ রাজধারী রামায়ণ গানের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হল রবিবার । এদিন কৃষ্ণ লীলার দধি মন্থন পালা মঞ্চস্থ হয় । এই গানের আসরে লোক শিল্পীদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদ্বীপ দাস এবং চোপড়ার বি ডি ও সমীর মন্ডল । শতাব্দী প্রাচীন মুখোশ গানকে বাঁচিয়ে রাখার উদ্যোগে সপ্তাহব্যাপী সারারাত ধরে গানের আসর চালানোর জন্য শিল্পীদের উৎসাহ প্রদান ও সাধুবাদ জানান ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ।
এই মুখোশ দলের পরিচালক এবং মুখোশ অভিনয় শিল্পী কমলাকান্ত জানান ,পুরনো এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে শিল্পীদের উদ্যোগেই প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী মুখোস গানের আসর বসানো হয় । তবে তারা আর্থিক সংকটের কারণে বহু পুরনো দিনের মুখোশ এবং জরাজীর্ণ পোশাক নিয়েই এই গান করে থাকেন। তাদের দাবি যাত্রা একাডেমী দলের মতো তাদের এই পুরনো লোকসংস্কৃতির ৪০ — ৪৫ জনের দল সরকারি বা বেসরকারি ভাবে আর্থিক সাহায্য পেলে তারা এই গানকে আরো উন্নত করতে পারবেন ।