হরিশ্চন্দ্রপুরে বড়সড় ছিনতাইয়ের পরিকল্পনা বানচাল করল পুলিশ,ধৃত ১

হরিশ্চন্দ্রপুরে বড়সড় ছিনতাইয়ের পরিকল্পনা বানচাল করল পুলিশ,ধৃত ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হরিশ্চন্দ্রপুরে বড়সড় ছিনতাইয়ের পরিকল্পনা বানচাল করল পুলিশ,ধৃত ১। শনিবার, বিকেলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটাতে বড়সড় ছিনতাইয়ের পরিকল্পনা বানচাল করল পুলিশ।ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একজন দুষ্কৃতী।বাকি তিনজন পালিয়ে গিয়েছে।এখনও তাদের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত নাম সাগর কুমার।বয়স (৩২)।

 

বিহারের কাটিহার জেলার বাসিন্দা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক।ধৃত ব্যক্তিকে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।বাকিদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। বিহার সীমান্তবর্তী এলাকা গুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাকা চেকিং পয়েন্টগুলিতে কার্যত নিরাপত্তার বজ্র আঁটুনি করা হয়েছে। তবে ওই এলাকায় বার বার এই ঘটনা ঘটায় এনিয়ে ব্যবসায়ী সহ এলাকার সাধারণ মানুষ খুব আতঙ্ক।

 

তবে তারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানাতে ভুলেনি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটাতে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের সামনে ছিনতাই এর উদ্দেশ্যে জড়ো হয দুষ্কৃতীরা। তাদের সাথে ছিল নাম্বার প্লেট পাল্টানো চুরি করা একটি মোটর বাইক। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই তাদের অনুসরণ করছিলো। পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী। বাকি তিনজন পলাতক। তাদের খোঁজে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা

প্রসঙ্গত, এই তুলসীহাটায় এক মাসে তিন বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি সিএসপির মালিকের কাছ থেকে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। সেই সময় এক জন গ্রেপ্তার হয় এবং আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি সঙ্গে চুরি যাওয়া টাকা উদ্ধার হয়। তবে তারপরেও ঘটে যায় দুই বার ছিনতাই এর ঘটনা।

 

এক সপ্তাহ আগেই মোটরবাইকের ডিকির তালা ভেঙে এক ব্যবসায়ীর ১ লক্ষ ৬৮ হাজার টাকা চুরি যায়। পরপর এই ঘটনার ফলে চিন্তার ভাঁজ পড়ে পুলিশ প্রশাসনের কপালে। তুলসিহাটা ব্যবসায়ী সমিতির সদস্য অভিজিৎ গুপ্তা বলেন, গত শনিবার এক ব্যবসায়ীর মোটরবাইকের ডিকী ভেঙে টাকা চুরি হয়। দুষ্কৃতীরা মোটরবাইকের নাম্বার পাল্টে বার বার এই ধরনের কাজ করছে। পুলিশকে ধন্যবাদ দেবো। তবে যারা আমরা নগদ টাকা নিয়ে ব্যাংকে যাই তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top