মেসির আবেক্ষ মূর্তি উন্মোচন,উন্মাদনা

মেসির আবেক্ষ মূর্তি উন্মোচন,উন্মাদনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেসির আবেক্ষ মূর্তি উন্মোচন,উন্মাদনা। রবিবার রাত থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২২। বিশ্বের ৩২ টি দেশ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। রবিবার প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে উত্তর ২৪ পরগনার জেলার ইছাপুরের নবাবগঞ্জে এল এম ১০ অর্থাৎ বিশ্ব ফুটবলের রাজকুমার লিওনেল মেসির আবক্ষ্য মুর্তির উন্মোচন করা হল আর্জেন্টিনা ফ্যান ক্লাবের তরফে।

 

ফ্যান ক্লাবের প্রধান তথা পেশায় চা বিক্রেতা শিবে পাত্র নিজের উপার্জনের অর্থ দিয়েই লিওনেল মেসির আবক্ষ্য মুর্তির উন্মোচন করলেন। এদিনের উদ্ধোধনী অনুষ্ঠান ঘিরে নবাবগঞ্জ এলাকায় সকাল থেকেই সাজো সাজো রব। আর্জেন্টিনার জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। সাধারণ মানুষ থেকে কচিকাঁচারা ছাড়াও অগনিত আর্জেন্টিনা ভক্ত এদিন ভিড় জমান শিবে পাত্রের চায়ের দোকান তথা বাড়ির সামনে। শিবে পাত্র ছাড়াও মেসির মুর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন, ভারতের জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।

 

তাছাড়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অগনিত ভক্তদের মেসি মেসি চিৎকারে এদিনের উদ্ধোধনী অনুষ্ঠান ঘিরে নবাবগঞ্জ এলাকা জুড়ে রিতিমত উৎসবের চেহারা নেয়। শুধু নবাবগঞ্জ নয়,সারা বাংলার বুকে শিবে পাত্র এমনই একটি নাম। যাকে এক ডাকে সবাই আর্জেন্টিনা ভক্ত তথা মেসি গুণগ্রাহী হিসেবেই চেনেন। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিবে পাত্র বলেন, আমি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। তাই মেসিকে আনতে না পারলেও ওনার মুর্তি উন্মোচন করে নিজেকে ধন্য মনে করছি।

আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা

তার কথায়, ফুটবলের সমস্ত ট্রফিই মেসির হাতে উঠেছে শুধু বিশ্বকাপ ছাড়া। তাই ইশ্বরের কাছে একটাই প্রার্থনা এবারের বিশ্বকাপ ট্রফিটা যেন ওনার হাতে ওঠে। প্রাক্তন জাতীয় গোলরক্ষক সংগ্রাম মুখার্জি বলেন, অবশ্যই আর্জেন্টিনা ফুটবল দলের আমি একজন অন্ধ ভক্ত। তাই আমি এবং আমার সবাই চাই এবারের বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনাই পাক এবং মেসির হাতে ট্রফিটা উঠুক। স্থানীয় এক মহিলা ভক্ত স্বপ্না পাল জানান, অনেক আশা নিয়ে অপেক্ষায় আছি,কবে বিশ্বকাপ ফাইনালটা আসবে।

 

আমরা বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চাই। জীবনে ওনার সমস্ত কিছুই পাওয়া হয়ে গেছে। তাই এবারের বিশ্বকাপটা যেন মেসির হাতেই ওঠে। সম্ভবত এটাই ওনার শেষ বিশ্বকাপ। তাই ভগবানের কাছে প্রার্থনা উনি যেন আমাদের শেষ ইচ্ছাটা পূরণ করেন। তবে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকেই চাইছেন তিনি তার দাবী,এই দুই দলের লড়াইয়ের কেমিস্ট্রিটাই সম্পুর্ন আলাদা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top