শীত পড়তেই হরিশচন্দ্রপুরে আবারও শেয়ালের হামলা,জখম ৫। বছর ঘুরতে না ঘুরতেই আবার শেয়াল আতঙ্কে ভুগছে হরিশচন্দ্রপুর।শীত পড়তেই আবার শেয়ালের উপদ্রব শুরু হয়েছে মালদহের হরিশচন্দ্রপুরে।শেয়ালের হামলায় জখম হয়েছে পাঁচ।ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে হরিশচন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের কালিতলা গ্রামে।ঘটনার পর বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয় হরিশচন্দ্রপুর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।তিনি জানান,গত বছর একই ধরনের ঘটনা ঘটেছিল।
বিষয়টি আবার বনমন্ত্রীকে জানাবেন। জানা গেছে,এদিন ভোররাতে একদল শেয়াল হটাৎ করে গ্রামে ঢুকে পড়ে।সেই সময় গ্রামের মানুষ বিভিন্ন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।শিয়ালের দলটিকে আটকাতে গিয়ে শেয়ালের কামড়ে ওই গ্রামের পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়। যদিও হামলার পরক্ষণেই খবর ছড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে।এরপরই গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তেই শিয়ালের দলটি গ্রামের বাইরে জঙ্গলে পালিয়ে যায়।আহত পাঁচ জনকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
এই নিয়ে ভালুকা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আক্রান্ত বিশু রাম জানান,শিয়াল বাড়িতে ঢুকে হামলা চালায়।জখম হয়েছে পাঁচ জন।প্রসঙ্গত উল্লেখ্য,গতবছর হরিশন্দ্রপুরের বিভিন্ন এলাকায় শিয়ালের হামলায় জখম হয়েছিল বহু মানুষ।বিষয়টি বিধানসভায় উত্থাপন করেছিলেন স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। বনমন্ত্রীর হস্তক্ষেপের পর আসরে নামে বনদপ্তর।বনদপ্তরের কর্মীরা এলাকাজুড়ে পাহারা দেয়।একাধিক পদক্ষেপের পর এলাকায় শিয়ালের তৎপরতা কমে।
আরও পড়ুন – জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের
উল্লেখ্য, বছর ঘুরতে না ঘুরতেই আবার শেয়াল আতঙ্কে ভুগছে হরিশচন্দ্রপুর।শীত পড়তেই আবার শেয়ালের উপদ্রব শুরু হয়েছে মালদহের হরিশচন্দ্রপুরে।শেয়ালের হামলায় জখম হয়েছে পাঁচ।ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে হরিশচন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের কালিতলা গ্রামে।ঘটনার পর বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয় হরিশচন্দ্রপুর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।তিনি জানান,গত বছর একই ধরনের ঘটনা ঘটেছিল।বিষয়টি আবার বনমন্ত্রীকে জানাবেন।
জানা গেছে,এদিন ভোররাতে একদল শেয়াল হটাৎ করে গ্রামে ঢুকে পড়ে।সেই সময় গ্রামের মানুষ বিভিন্ন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।শিয়ালের দলটিকে আটকাতে গিয়ে শেয়ালের কামড়ে ওই গ্রামের পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়।যদিও হামলার পরক্ষণেই খবর ছড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে।এরপরই গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তেই শিয়ালের দলটি গ্রামের বাইরে জঙ্গলে পালিয়ে যায়।আহত পাঁচ জনকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।এই নিয়ে ভালুকা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।