কলকাতাতে হবে গঙ্গা আরতি, প্রশাসনকে জায়গা খোঁজার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কলকাতাতে এবার হবে গঙ্গা আরতি। সেজন্য কলকাতা পুরনিগমকে জায়গা খোঁজার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুধু তাই নয়,দ্রুত প্রিন্সেপ ঘাট পরিষ্কার করারও নির্দেশ দেন তিনি। এত দিনে কেন এগুলি হয়নি ? এনিয়ে স্বাস্থ্য বিষয়ক পর্যালোচনা বৈঠকের মাঝে তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মন্দির আছে এবং গঙ্গা আরতি করা যায়।
একটা ঘাট যেখানে মন্দির থাকবে। বসার জায়গা থাকবে।সময় লাগে, লাগুক। ২ বছর দেরি হোক কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে একটা জায়গা ঠিক করে গঙ্গা আরতির ব্যবস্থা হোক। তাঁর নির্দেশ, এমন জায়গা ঠিক করতে হবে যেখানে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে। মমতার কথায়,খুব খারাপ লাগে। এ যেন বাচ্চা ছেলে। রোজরোজ ললিপপ ধরিয়ে দেবে হাতে। বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মত মনে করিয়ে দিতে হবে? তিনি আরো বলেন, মন্ত্রী-জনপ্রতিনিধি- সরকার পরিবর্তন হয় কিন্তু আধিকারিকদের দায়িত্ব একই থাকে। ‘পলিসি’ চেঞ্জ হয় না।
আরও পড়ুন – শীত পড়তেই হরিশচন্দ্রপুরে আবারও শেয়ালের হামলা,জখম ৫
উল্লেখ্য, কলকাতাতে এবার হবে গঙ্গা আরতি।সেজন্য কলকাতা পুরনিগমকে জায়গা খোঁজার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়,দ্রুত প্রিন্সেপ ঘাট পরিষ্কার করারও নির্দেশ দেন তিনি। এত দিনে কেন এগুলি হয়নি ? এনিয়ে স্বাস্থ্য বিষয়ক পর্যালোচনা বৈঠকের মাঝে তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মন্দির আছে এবং গঙ্গা আরতি করা যায়।
একটা ঘাট যেখানে মন্দির থাকবে। বসার জায়গা থাকবে। সময় লাগে, লাগুক। ২ বছর দেরি হোক কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে একটা জায়গা ঠিক করে গঙ্গা আরতির ব্যবস্থা হোক। তাঁর নির্দেশ, এমন জায়গা ঠিক করতে হবে যেখানে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে। মমতার কথায়,খুব খারাপ লাগে। এ যেন বাচ্চা ছেলে। রোজরোজ ললিপপ ধরিয়ে দেবে হাতে। বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মত মনে করিয়ে দিতে হবে?