নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সরব গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রী বারবার দুর্নীতি নিয়ে সরব হলেও দুর্নীতি কিছুতেই পিছুপা ছাড়ছে না তৃনমূলের। নিম্নমানের সামগ্রীর ব্যবহার করে এবং নির্ধারিত প্রক্রিয়া মেনে রাস্তা তৈরি না-করায় প্রতিবাদ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৩টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের তহবিল থেকে ৫ লক্ষ্য ৮২ হাজার টাকা ব্যয়ে মনসুরের গোলা থেকে বড়ো কোরিয়া পর্যন্ত প্রায় ১৭০ ফিট রাস্তা কংক্রিটের ঢালাই এর কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ,ঠিকাদার সিডিউল ছাড়াই ধুলোবালির উপর পলিথিন বিছিয়ে ঢালাই এর কাজ করছে। সরকারি নিয়মানুযায়ী ৬ ইঞ্চি পুরু ঢালাই করার কথা থাকলেও রাস্তার মাঝে ২-৩ ইঞ্চি ও রাস্তার দুই ধারে গড়ে ৪ ইঞ্চি পুরু ঢালাই করছে।এই রাস্তা অল্পদিনের মধ্যেই ভেঙেচুড়ে যাবে।
আরও পড়ুন – চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকেরা।
বন্যার সময় এই রাস্তা দিয়ে পথে চলা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছে।নতুন করে আবার যাতায়াতে সমস্যা দেখা দিতে পারে।তাই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হন স্থানীয়রা। গ্রামবাসীরা আরো জানান,এই রাস্তাটি হচ্ছে মাঠে যাওয়ার একমাত্র পথ।জেলা পরিষদের সদস্যা মারজিনা খাতুন সরজমিনে এসে সব কিছু দেখেও মুখে কুলুপ এঁটেছে।
ঠিকাদার টুটুল মির্ধা যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের বিষয়টি স্বীকার করে নিলেও তার কিছু করার নেই বলে সাফ জানিয়ে দেন। অপরদিকে জেলা পরিষদের সদস্যা মারজিনা খাতুন ঘটনাস্থলে আসলে এই বিষয়ে কিছু বলতে বললে সংবাদ মাধ্যমের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু বিষয়টি জেলার দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন।