হরিয়ানায় খেলতে যাবে কোচবিহারের ৬ খেলোয়াড়

হরিয়ানায় খেলতে যাবে কোচবিহারের ৬ খেলোয়াড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হরিয়ানায় খেলতে যাবে কোচবিহারের ৬ খেলোয়াড়।  বাংলা দলে সুযোগ পেল কোচবিহারের দিনহাটার প্রত্যন্ত গ্রামের ছয় বালক বালিকা।জাতীয় স্তরের জুনিয়র আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় বাংলা দলে সুযোগ পেয়েছে এরা ।হরিয়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে অংশ নেবে দিনহাটার এই খেলোয়াড়রা। জাতীয় এই প্রতিযোগিতায় বাংলা দলে ডাক পেয়েছে বালিকা বিভাগে চারজন এবং বালক দলে দুইজন সুযোগ পেয়েছে। বুধবার তারা সিকিম মহানন্দা এক্সপ্রেসে হরিয়ানার উদ্দেশ্যে রওনা হয়।

 

কোচবিহার জেলা আতিয়া পাতিয়া সংস্থার সম্পাদক অজিত চন্দ্র বর্মণ জানান, বালক দলে স্থান পেয়েছে দিনহাটার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার দুই ছাত্র জুয়েল পাটোয়ারী, জোবাইদুল হোসেন। বালিকা দলে যে চারজন সুযোগ পেয়েছে তারা হলেন ওকড়াবাড়ি আলাবক্স উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জিনিয়া পারভিন, সুরাইয়া ইয়াসমিন, আনোয়ারা খাতুন ও সাহানাজ পারভিন। তিনি জানান, এই ছয় খেলোয়ার সকলেই দিনহাটার ওকড়াবাড়ির নবপ্রগতি সংঘের সাথে যুক্ত।

 

হরিয়ানার রোহটকে তিন দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ শে নভেম্বর থেকে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ওকড়াবাড়ি নবপ্রগতি সংঘের এই খেলোয়াড়দের পালক দলের জুয়েল ও জোবাইদুল একাদশ শ্রেণির ছাত্র এবং বালিকা দলের জিনিয়া ও সুরাইয়া একাদশ শ্রেণির ছাত্রী। এবং আনোয়ারা ও সাহানাজ অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রী। জাতীয় প্রতিযোগিতায় ওকরা বাড়ি নবপ্রগতি সংঘের এই ছয় খেলোয়াড় ভালো ফলাফল করবে বলেই আশাবাদী আতিয়া পাতিয়া সংস্থার জেলা সম্পাদক ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মন।

আরও পড়ুন – চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকেরা।

উল্লেখ্য, হরিয়ানায় খেলতে যাবে কোচবিহারের ৬ খেলোয়াড়।  বাংলা দলে সুযোগ পেল কোচবিহারের দিনহাটার প্রত্যন্ত গ্রামের ছয় বালক বালিকা।জাতীয় স্তরের জুনিয়র আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় বাংলা দলে সুযোগ পেয়েছে এরা ।হরিয়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে অংশ নেবে দিনহাটার এই খেলোয়াড়রা। জাতীয় এই প্রতিযোগিতায় বাংলা দলে ডাক পেয়েছে বালিকা বিভাগে চারজন এবং বালক দলে দুইজন সুযোগ পেয়েছে। বুধবার তারা সিকিম মহানন্দা এক্সপ্রেসে হরিয়ানার উদ্দেশ্যে রওনা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top