চোপড়াতে শ্মশান কালী পুজো ও বাউল গানের আসর. উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপ্তিয়া গছ অঞ্চলের আমবাড়ি তিস্তা কলোনির আয়োজনে বাৎসরিক শ্মশান কালীপূজা এবং বাউল গানের আসর সমাপ্ত হল।বৃহস্পতিবার শেষ মুহুর্তে এই পুজো এবং বাউল গানের আসরকে ঘিরে প্রচুর দোকানপাট বসে।সবাই আনন্দিত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আবিনা টুডু , সুভাষ হাসদা এবং তপন হাজদা। এখানে অনেকে মান্নত করে কবুতর বলিও দেন ।
আয়োজক কমিটির পক্ষে মতিলাল সিংহ জোসেফ টুডু তপন হাঁসদা ও উত্তম সিংহ বলেন, প্রতি বছর এই এলাকার সুখ শান্তি কামনায় অগ্রহায়ণ মাসের অমাবস্যায় শ্মশান কালী পূজা করা হয় । তার সাথে সারারাত চলে বাউল গানের আসর । এই পুজো এবং বাউল গানের আসরের আয়োজনে হরিনাথ গছ খেরিবাড়ি মলানী গছ আমবাড়ি আদিবাসী পাড়ার মানুষ সহযোগিতা করেন । এবারে তাদের তৃতীয় বর্ষ । রাজবংশী সমাজের প্রথা মেনে পুজো পরিচালনার জন্য মারেয়া করা হয় শ্যামল সিংহ কে।
আরও পড়ুন – তৃণমূলের মহামিছিলকে সার্থক করতে জোর প্রচার
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপ্তিয়া গছ অঞ্চলের আমবাড়ি তিস্তা কলোনির আয়োজনে বাৎসরিক শ্মশান কালীপূজা এবং বাউল গানের আসর সমাপ্ত হল।বৃহস্পতিবার শেষ মুহুর্তে এই পুজো এবং বাউল গানের আসরকে ঘিরে প্রচুর দোকানপাট বসে।সবাই আনন্দিত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আবিনা টুডু , সুভাষ হাসদা এবং তপন হাজদা। এখানে অনেকে মান্নত করে কবুতর বলিও দেন ।
আয়োজক কমিটির পক্ষে মতিলাল সিংহ জোসেফ টুডু তপন হাঁসদা ও উত্তম সিংহ বলেন, প্রতি বছর এই এলাকার সুখ শান্তি কামনায় অগ্রহায়ণ মাসের অমাবস্যায় শ্মশান কালী পূজা করা হয় । তার সাথে সারারাত চলে বাউল গানের আসর । এই পুজো এবং বাউল গানের আসরের আয়োজনে হরিনাথ গছ খেরিবাড়ি মলানী গছ আমবাড়ি আদিবাসী পাড়ার মানুষ সহযোগিতা করেন । এবারে তাদের তৃতীয় বর্ষ । রাজবংশী সমাজের প্রথা মেনে পুজো পরিচালনার জন্য মারেয়া করা হয় শ্যামল সিংহ কে।