বিদ্যুতায়নের কাজ শেষেই ছুটবে দিল্লী ও দক্ষিণ ভারত মুখী ট্রেন, আশায় জেলার মানুষ। রাধিকাপুর বারসই রুটে রেলের বিদ্যুতায়নের কাজ চলছে দ্রুত। ফলে খুব শিগগিরই এই রুটে বৈদ্যুতিক ট্রেন ছুটবে বলে আশায় বুক বাঁধছে জেলার মানুষ।জানা গিয়েছে, ভারতের প্রায় বেশিরভাগ রেললাইন গুলোতে ইলেকট্রিফিকেশনের কাজ হলেও রাধিকাপুর বারসই রুটে ইলেকট্রিফিকেশনের কাজ না হওয়ায় এই রুটে চলাচল কারী ট্রেন গুলোর সমস্যা হচ্ছিল।
কোলকাতা রাধিকাপুর রুটের ট্রেন গুলোর ডিজেল ইঞ্জিনে থেকে ইলেকট্রিক ইঞ্জিনে পরিবর্তনের জন্য মালদা স্টেশনে সময় নষ্ট হত। একই কারনে দিল্লি মুখী ট্রেন চালানোও অসুবিধা জনক হয়ে পড়ছিল ।এরকম পরিস্থিতিতে দ্রুত বৈদ্যুতিকরনের কাজ শেষ হলে ভালো রেল পরিষেবা পাওয়া যাবে ।
উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, আমরা গাজোল, ডালখোলা রেল যোগাযোগ এবং রেললাইন বৈদ্যুতিকরনের পাশাপাশি টার্মিনাল স্টেশন হিসেবে রাধিকাপুর স্টেশনের আধুনিকীকরণের ওপর বারংবার রেল মন্ত্রক, মাননীয় রেল মন্ত্রী, ডিআরএমের কাছে আবেদন জানিয়েছিলাম।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
ধীরে ধীরে কাজ গুলো হচ্ছে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে কথা বলে মনে হয়েছে, আগামী বছরের প্রথম অর্ধেই ইলেকট্রিক ইঞ্জিনের আওয়াজ শুনতে পাব। এতে দিল্লি, দক্ষিণ ভারত ও আলিপুরদুয়ার মুখী ট্রেন পাওয়ার সম্ভাবনা বাড়বে। রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, রাধিকাপুরে ২টো লুপ লাইন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর সিক পিট লাইনগুলো তৈরির দাবি জানানো হয়েছে। জেলাবাসীর অর্থনৈতিক উন্নয়নে এগুলো আশু প্রয়োজন।
বিদ্যুতায়নের জন্য কাজ শুরু হয়েছে বিগত মাস ছয়েক আগে বলে জানালেন দায়িত্ব প্রাপ্ত এক রেল আধিকারিক। লক্ষ্য মাত্রা মেনে কাজ দ্রুত শেষ হবে। রেলের আরও এক আধিকারিক বলেন, ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হলে, ট্রেনের গতি বাড়বে। পরিষেবা দ্রুত হবে। এছাড়াও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এদিকে জেলাবাসীর দাবি পূরন করতে আপ্রান চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, রেলের কাজ চলছে দ্রুত। আমি নির্বাচনের মুখে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার প্রায় বেশিরভাগ পূরণ করার চেষ্টা করছি। আশা করছি এই বিদ্যুতায়নের কাজ শেষ হলে দিল্লি ও দক্ষিণ ভারত মুখী ট্রেন চালু করার উদ্যোগ নিতে পারব।