দিনহাটাতে বইমেলার মাঠ পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এবছর কোচবিহার জেলা বইমেলা হতে চলছে দিনহাটার সংহতি ময়দানে। সরকারি সীলমোহর পড়তেই বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলার মাঠ পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক রেহেনা বশির, পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, সমাজকর্মী বিশু ধর সহ অনেকেই। প্রসঙ্গত,গত কয়েকদিন ধরে বইমেলা নিয়ে টানা পোড়েন চলছিল।
বই মেলা নিয়ে লোকাল লাইব্রেরি অথরিটি সিদ্ধান্তের পর আগামী ২৭শে ডিসেম্বর থেকে সাত দিনের কোচবিহার জেলা বইমেলা শুরু হবে দিনহাটা সংহতি ময়দানে। সাত দিনব্যাপী এই বইমেলা চলবে দুই জানুয়ারি পর্যন্ত। জেলা বইমেলা দিনহাটা সংহতি ময়দানে কোথায় কিভাবে স্টল এবং সংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ হবে সেসব এদিন খতিয়ে দেখেন মন্ত্রী ও মহকুমা শাসক। স্টল গুলি কিভাবে কোথায় হবে সেগুলো ঘুরে দেখার পাশাপাশি রাজ্য ভলিবলের যে খেলা অনুষ্ঠিত হবে সেটা কিভাবে হবে সেসব দেখেন মন্ত্রী ও প্রশাসনে আধিকারিকরা। বইমেলা এবং ভলিবল দেখতে আসা মানুষদের যাতে কোন অসুবিধা না হয় সেসব তারা খতিয়ে দেখেন।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
মহকুমা শাসক রেহানা বশির জানান, কোচবিহার জেলা বইমেলা প্রথম হচ্ছে দিনহাটায়। এটা একটা মেগা ইভেন্ট। সকলের সহযোগিতায় এই বইমেলা কে সুন্দর করে তোলা হবে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন জানান, শুধু জেলা বইমেলা নয়, একই সাথে রাজ্য ভলিবল শুরু হচ্ছে দিনহাটায়। এটা আমাদের কাছে দিনহাটার মানুষের কাছে একটা চ্যালেঞ্জ। একদিকে রাজ্যের প্রতিযোগিতা আর একদিকে জেলা বইমেলা দুটোকে একই সাথে পরিচালনা একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। এখন পর্যন্ত ৭৫ টা স্টল থাকবে। তবে লোকাল কিছু দাবী দাওয়া থাকে। লিটল ম্যাগাজিনের উদ্যোক্তারা রয়েছে। সবকিছু দেখে নিয়ে পাঁচ ছটা হেরফের হতে পারে। সেগুলি নিয়ে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের সাথে কথা বলে ঠিক করা হবে।