কুশমন্ডি ব্লকে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে বাড়তি নজর কুশমন্ডি পঞ্চায়েত সমিতির। শমন্ডি ব্লকে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে বাড়তি নজর কুশমন্ডি পঞ্চায়েত সমিতি-র। ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত টেন্ডার প্রক্রিয়া শেষ করে উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি পঞ্চায়েত সমিতি এমনই জানালেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস।
উল্লেখ্য, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির অধীনে রয়েছে ১নং আকচা, ২নং করঞ্জি, ৩নং উদয়পুর, ৪নং কুশমন্ডি, ৫নং দেউল, ৬নং বেরইল, ৭নং কালিকামোড়া, ৮নং মালিগাও সহ মোট ৮টি গ্রাম পঞ্চায়েত এবং ১৩৩টি গ্রাম সংসদ। ২০১৮ সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। যার পর থেকে সারা রাজ্যের সাথে সাথে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির হাত ধরে শুরু হয় উন্নয়ন যজ্ঞ।
কুশমন্ডির বিভিন্ন এলাকায় পথবাতির লাগানোর পাশাপাশি কমিউনিটি টয়লেট স্থাপন, টিউবওয়েল স্থাপনের মত একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির হাত ধরে। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো কালাজ্বর আক্রান্তের সংখ্যার নিরিখে একদা সংবাদ শিরোনামে উঠে আসা কুশমন্ডি ব্লকের মঙ্গলপুর গ্রামকে মডেল গ্রামে উন্নীতকরণ করা কুশমন্ডি পঞ্চায়েত সমিতির অন্যতম সাফল্যের খতিয়ান বলে বক্তব্য কুশমন্ডি ব্লকের বাসিন্দাদের।
কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গেছে কুশমন্ডি ব্লক এলাকা উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে বি.এ.ডি.পি-র একাধিক টাকা অতীত সময়ে বরাদ্দ হয়েছিল। যা নির্দিষ্ট খাতে এলাকা উন্নয়নের জন্য ইতিমধ্যেই খরচ হয়েছে। পাশাপাশি জানা গেছে ইতিমধ্যেই ফিফটিন ফিনান্সের তরফ থেকে ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ধাপে ধাপে কাজ করে যে অর্থ খরচ হচ্ছে এলাকা উন্নয়নে।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
সূত্র মারফৎ প্রাথমিকভাবে জানা গেছে কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় আনুমানিক প্রায় ৫ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে কুশমন্ডি পঞ্চায়েত সমিতি।
কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস বলেন আরও রাস্তা ঘাট প্রয়োজন, আরও কিছু গ্রামীণ রাস্তা যদি আমরা করতে পারি তাহলে আমরা আরও এগিয়ে যাব। তার দাবী উন্নয়ন কাজের নিরিখে জেলার মধ্যে প্রথম সারিতে অবস্থান কুশমন্ডি পঞ্চায়েত সমিতির