শারিরীক সম্পর্কের সংকট বোঝা দায়। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক সংকট তৈরী করছে। জীবন সুখে ভরপুর হোক, এমনই সবাই চান। আমিও এরকম আশাই করেছিলাম। ২ বছর আগে আমি যখন বিয়ে করি, তখন আমার অনেক স্বপ্ন ও আশা ছিল। সব আশা পূরণ হয় না, তা জানি। আমি সেসব মেনেও নিই।
কিন্তু বিবাহিত জীবন থেকে যদি সুখ শান্তি একবারেই চলে যায়, তাহলে কি আর ভালো লাগে? তখন খুব মন খারাপ হয়ে যায়। আমার স্ত্রীকে আমি খুবই ভালোবাসতাম। কিন্তু একদিন আমার বিশ্বাসে খুবই আঘাত লাগে। বুঝতে পারছিলাম না, কী করা ঠিক হবে। বিমর্ষ হয়েছিলাম। এখন যেন আর কিছুই ভালো লাগে না। মাঝেমধ্যে মনে হয়, আমার সঙ্গেই কেন এমন হল? আমি কী অন্যায় করেছিলাম? আজ বিশেষজ্ঞের কাছে সব কথা জানাতে চাই। আমায় । (প্রবন্ধে ব্যবহৃত আমি একজন বিবাহিত পুরুষ।
আমার বয়স ২৫। ২ বছর বিয়ে করেছি। আমাদের এখনও কোনও সন্তান নেই। আমার স্ত্রী খুবই সুন্দরী। আমি ওকে খুবই ভালোবাসি। সেভাবে কোনও সমস্যাও কিন্তু আমাদের সম্পর্কে নেই। সে কারণেই খুব সুখে দিন কাটছিল আমাদের। ঝড় আসার আগেও বড্ড ভালো ছিল প্রতিটা মুহূর্ত। সেদিন আমাদের জীবনে সব কিছু বদলে গেল। আসলে, আমি দেরাদুনে একটি ফ্ল্যাটে থাকি। সেখানে আমার স্ত্রী এবং তার মামাতো ভাইও থাকে। সে দেরাদুনের একটি মেডিসিন কোম্পানিতে কাজ করে।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
তাই আমি ওকে আমাদের সঙ্গেই থাকতে দিয়েছি। আমায় কাজের সূত্রে মাধে মধ্যেই দুবাই যেতে হয়। অন্তত ২-৩ মাস পর পর ১ মাসের জন্য আমায় দুবাই চলে যেতে হয়। আমি ভেবেছিলাম, যখন আমি দেরাদুনে থাকব না, সেই সময়ে ওর মামাতো ভাই ভালো করে যত্ন নিতে পারবে। দেখাশোনা করতে পারবে। আমি দুবাইতে থাকার সময়ে ওই ফ্ল্যাটে আমার স্ত্রী ও তার মামাতো ভাই থাকে। সম্প্রতি আমি জানতে পেরেছি যে, আমার স্ত্রীর তার মামাতো ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক গড়ে উঠেছে।
আমি দুঃস্বপ্নেও এই কথা ভাবতে পারিনি। আমি ভাবতেও পারি না যে, আমার স্ত্রী এবং তাঁর মামাতো ভাই মিলে আমায় ঠকাবে। আমাদের ফ্ল্যাটে যিনি পরিচারিকার কাজ করেন, তিনি একবার আমায় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। কয়েকটি কথাও বলেছিলেন। কিন্তু আমি ওর কথা কিছুতেই বিশ্বাস করিনি। এর বেশ কিছুদিন পর আমি স্ত্রীকে না জানিয়েই বাড়ি ফিরে আসি। আমার কাছে বাড়ির ডুপলিকেট চাবিও থাকে। ঘরে ঢুকেই আমার মনে বড় আঘাত লাগে। আমি ওদের দুজনকে অপ্রস্তুত পরিস্থিতিতে দেখে ফেলি। আমার চোখ জলে ভরে আসে। মাথা খারাপ হয়ে যায়। বুঝতে পারছি না, কী করব আমি? আমার স্ত্রীকে খুবই ভালোবাসি। ওকে ছাড়া