ফালাকাটায় সারের কালোবাজারী সহ বিভিন্ন দাবিত সরব হল তৃনমূল

ফালাকাটায় সারের কালোবাজারী সহ বিভিন্ন দাবিত সরব হল তৃনমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফালাকাটায় সারের কালোবাজারী সহ বিভিন্ন দাবিত সরব হল তৃনমূল । সারের কালোবাজারী নিয়ে ক্রমেই পারদ চড়ছে ফালাকাটায়।শুক্রবার  সারের কালোবাজারী সহ বিভিন্ন দাবিতে সরব হল কিষান খেত মজদুর তৃনমূল কংগ্রেস।এদিন সংগঠনের ফালাকাটা ব্লক কমিটির তরফে ওই ইস্যুতে ফালাকাটা ব্লক কৃষি অধিকর্তাকে ডেপুটেশন জমা দেওয়া হয়।কৃষি অধিকর্তার কাছে অবিলম্বে  সারের কালোবাজারী বন্ধ করা ও আইনী পদক্ষেপের দাবি জানিয়েছে শাসক দলের কৃষক ও খেত মজদুর সংগঠন।

 

কিষান ও খেত মজদুর তৃনমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য সভাপতি সুনিল রায়ের অভিযোগ “ফালাকাটা ব্লক জুড়ে রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরী করে এমআরপির থেকে অনেক বেশী দামে বিক্রি করা হচ্ছে৷আলু চাষের মরশুমে কৃষকরা বাধ্য হচ্ছেন বাজার মূল্যের চেয়ে অত্যাধিক দামে সার কিনতে।এই পরিস্থিতিতে কৃষকরা উৎপাদন করতে গিয়ে আর্থিকভাবে প্রতারনার শিকার হচ্ছেন। যা কোন ভাবেই মেনে নেওয়া যায়না৷ কৃষি দপ্তরকে অবিলম্বে  সারের কালোবাজারী বন্ধ করার পাশাপাশি অসাধু  সার ব্যাবসায়ীদের বিরূদ্ধে আইনী পদক্ষেপ না করলে সংগঠনের তরফে আমরা শীঘ্রই রাস্তায় নামতে বাধ্য হবো৷ খোদ শাসক দলেরই কৃষক ও খেত মজদুর সংগঠন  সারের কালোবাজারীর অভিযোগ তুলে কৃষি দপ্তরের দ্বারস্থ হয়ে রাস্তায় নামার হুশিয়ারি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

ফালাকাটার ব্লক কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে,সারের কালোবাজারীর যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ বিভিন্ন জায়গায় টিম পাঠিয়ে নজরদারী শুরু হয়েছে৷ইতিমধ্যেই ৫ সার ব্যাবসায়ীকে শোকজও করা হয়েছে৷

আরও পড়ুন – সুন্দরবন পরিদর্শন নিয়ে প্রচার চায়নি তৃণমূল 

উল্লেখ্য, সারের কালোবাজারী নিয়ে ক্রমেই পারদ চড়ছে ফালাকাটায়।শুক্রবার  সারের কালোবাজারী সহ বিভিন্ন দাবিতে সরব হল কিষান খেত মজদুর তৃনমূল কংগ্রেস।এদিন সংগঠনের ফালাকাটা ব্লক কমিটির তরফে ওই ইস্যুতে ফালাকাটা ব্লক কৃষি অধিকর্তাকে ডেপুটেশন জমা দেওয়া হয়।

 

কৃষি অধিকর্তার কাছে অবিলম্বে  সারের কালোবাজারী বন্ধ করা ও আইনী পদক্ষেপের দাবি জানিয়েছে শাসক দলের কৃষক ও খেত মজদুর সংগঠন।  কিষান ও খেত মজদুর তৃনমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য সভাপতি সুনিল রায়ের অভিযোগ “ফালাকাটা ব্লক জুড়ে রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরী করে এমআরপির থেকে অনেক বেশী দামে বিক্রি করা হচ্ছে৷আলু চাষের মরশুমে কৃষকরা বাধ্য হচ্ছেন বাজার মূল্যের চেয়ে অত্যাধিক দামে সার কিনতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top