ফের বিতর্কে হুমায়ুন কবির

ফের বিতর্কে হুমায়ুন কবির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বিতর্কে হুমায়ুন কবির। ফের বিতর্কে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রস বিধায়ক হুমায়ুন কবির। নাম না করেই দলে নেতাদের ‘চুনোপুঁটি’ বলে কটাক্ষ করলেন।শুধু তাই নয়, বড় ট্যাংরা  মাছ ছেড়ে দেওয়ার হুমকি শোনালেন  দলেরই সভামঞ্চে। শনিবার দুপুরে ভরতপুর দুই নম্বর ব্লকের তালিবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরমস্তপুর গ্রাম কর্মী সভা করেন হুমায়ুন।

 

সেই সভামঞ্চ থেকে নাম না করে তোপ দাগনে ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দিকে। এই অংশের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সাথে হুমায়ুন কবিরের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায় । এদিন সভামঞ্চ থেকে হুমায়ুন বলেন, “ যারা পুঁটি মাছের মতো লাফাচ্ছে, তাদের লাফাতে দিন। কিছু পুঁটি মাছ এখানে লাফাচ্ছে। পুঁটি মাছদের কতো ক্ষমতা থাকে আমরা ভালো করে জানি।যেখানে পুঁটি মাছ লাফাবে, বড় ধরণের ট্যাংরা মাছ ছেড়ে দেবো”।

 

হুমায়ুনের হুমকি কেউ নিজেকে বড় ভাবলে তিনি নিজেকে সংশোধন করে নিন। যদিও এদিনের সভায় ছিলেন না ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান অরফে সুমন। সেই নিয়েও আক্রমণ শানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। যারা দলের মধ্যে বিরোধ বাধাতে চাইছে, দলের সেই নেতাদের ‘ইঞ্চিতে ইঞ্চিতে’ জবাব দেওয়ার হুঁশিয়ারও দেন বিধায়ক।

আরও পড়ুন – মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞ

উল্লেখ্য, ফের বিতর্কে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রস বিধায়ক হুমায়ুন কবির। নাম না করেই দলে নেতাদের ‘চুনোপুঁটি’ বলে কটাক্ষ করলেন।শুধু তাই নয়, বড় ট্যাংরা  মাছ ছেড়ে দেওয়ার হুমকি শোনালেন  দলেরই সভামঞ্চে। শনিবার দুপুরে ভরতপুর দুই নম্বর ব্লকের তালিবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরমস্তপুর গ্রাম কর্মী সভা করেন হুমায়ুন।

 

সেই সভামঞ্চ থেকে নাম না করে তোপ দাগনে ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দিকে। এই অংশের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সাথে হুমায়ুন কবিরের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায় । এদিন সভামঞ্চ থেকে হুমায়ুন বলেন, “ যারা পুঁটি মাছের মতো লাফাচ্ছে, তাদের লাফাতে দিন। কিছু পুঁটি মাছ এখানে লাফাচ্ছে। পুঁটি মাছদের কতো ক্ষমতা থাকে আমরা ভালো করে জানি।যেখানে পুঁটি মাছ লাফাবে, বড় ধরণের ট্যাংরা মাছ ছেড়ে দেবো”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top