বাড়ি থেকে ফুল,বেলপাতা, সহ পুজোর সামগ্রী সংগ্রহ করবে বালুরঘাট পৌরসভা। বাড়ি থেকে ফুল,বেলপাতা, সহ পুজোর সামগ্রী সংগ্রহ করবে বালুরঘাট পৌরসভা।এই পরিষেবা প্রদানের জন্য সোমবার ৫টি ব্যাটারি চালিত গাড়ির পরিষেবার শুভ সূচনা করা হয়।মূলত পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম সবুজ শহর হিসাবে বালুরঘাট শহরকে দেখতে চাওয়ার জন্য এই উদ্যোগ।এদিন ওই গাড়ির সামনে সবুজ পতাকা দেখিয়ে দেখিয়ে শুভ সূচনা করা হয়। উল্লেখ ,এতদিন বালুরঘাট পৌর বাসিন্দাদের অনেকেই তাদের বাড়ির ফুল, বেল পাতা ও পূজার নানাবিধ সামগ্রী নদীতে ফেলত। বাড়ি থেকে নদীর দূরত্বগত কারনে অনেকেই আবার শহরের রাস্তার বিভিন্ন ডাস্টবিনের পাশে পূজোর সামগ্রী ফেলতে বাধ্য হতেন। ফলে শহর নোংরা হচ্ছিল। যে সমস্যা মেটাতে বালুরঘাট পৌরসভা অভিনব উদ্যোগ গ্রহণ করে।
পূজোর ফুল, বেলপাতা, পূজো সামগ্রী যাতে শহরের যত্রতত্র না পড়ে থাকে সেই কারনে শহরের বাড়ি বাড়ি থেকে পূজোর ফুল, বেলপাতা, পূজো সামগ্রী সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে বালুরঘাট পৌরসভা। সেই মত বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডকে ৫টি জোনে ভাগ করে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে শুরু করে বালুরঘাট পৌর কর্তৃপক্ষ। জানা গেছে এদিন উদ্বোধিত হওয়া বালুরঘাট পৌরসভার ৫টি ব্যাটারি চালিত গাড়ি সপ্তাহে একদিন করে শহরের প্রতিটি বাড়ি থেকে পূজোর ফুল-বেলপাতা-পূজো সামগ্রী সংগ্রহ করবে এবং তা নির্দিষ্ট জায়গায় ফেলবার ব্যবস্থা করবে বালুরঘাট পৌরসভা।
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
বালুরঘাট পৌরসভার এহেন উদ্যোগে খুশি শহরের বাসিন্দা থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা। পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন ,এটা খুবই ভাল উদ্যোগ, বিশ্বজুড়ে আবর্জনা ব্যবস্থাপনায় এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় দাঁড়িয়ে আবর্জনা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করার একটা ব্যবস্থাপনা এটা সত্যিই ভাল উদ্যোগ। তিনি বলেন বালুরঘাট পশ্চিমবঙ্গের প্রথম সবুজ শহর হিসাবে গড়ে উঠতে পারে যদি আমরা সঠিক পরিকল্পনা করতে পারি, এটা সেই লক্ষ্যে একটা ধাপ, আমরা আনন্দিত।
বালুরঘাট শহরের বাসিন্দা বঙ্গরত্ন তাপস চক্রবর্তী বলেন এটি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ আন্তরিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রয়াস নিয়েছেন, যে প্রয়াসকে সাধুবাদ জানাই। অপরদিকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, মা বোনদের পূজোর সামগ্রী নদীতে গিয়ে ফেলতে অসুবিধা হত, যে কারনে তারা এই ভ্যানগুলির মাধ্যমে বাড়ি বাড়ি থেকে পূজোর ফুল, বেলপাতা, পূজো সামগ্রী সংগ্রহ পরিষেবার তারা শুভ সূচনা করলেন। আমরা চেষ্টা করছি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে মানুষদের পরিষেবা প্রদান করার।