এনজিপি থেকে শীঘ্রই চালু হবে বন্দে ভারত ট্রেন পরিষেবা। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এবার কম সময়ে পৌঁছে যাবে যাওয়া যাবে কলকাতা। শীঘ্রই চালু হতে চলেছে বন্দে ভারত রেল পরিষেবা।শিলিগুড়ি জংশন স্টেশনে ভিআইপি লাউঞ্জ ও ফুট ওভারব্রিজ উদ্বোধন করতে গিয়ে এমনই সুখবর দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের আধিকারিক সহ শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। সংসদ রাজু বিস্ত বলেন, অতি দ্রুত বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হবে এনজিপি থেকে। খুব কম সময়ে এখানকার যাত্রী সাধারণ কলকাতা যেতে পারবেন। ইতিমধ্যে ইতিমধ্যে রেলওয়ে মন্ত্রকের পক্ষ থেকে পরিষেবা চালুর অনুমতিও মিলেছে বলে তিনি জানান।বন্দে ভারত ট্রেন পরিষেবায় যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য এনজিপি থেকে হাওড়া অব্দি রেললাইনে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাছে কোন কিছুই অসম্ভব নয়। স্বাভাবিকভাবেই আগামী বছরের শেষের দিকেই বন্দে ভারত ট্রেন পরিষেবার সুফল পাবেন যাত্রীরা।
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
ভারতের উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এনজিপি থেকেই বন্দে ভারতের দ্বিতীয় ট্রেন পরিষেবা চালু হবে। রেলওয়ে দপ্তর উত্তরবঙ্গের উন্নয়নে ও পরিষেবার ক্ষেত্রে কোন খামতি রাখছে না। ইতিমধ্যেই সেবক থেকে রংপো অবধি রেলওয়ে ট্যানেলের কাজ শেষ হয়েছে বলে তিনি জানান। আগামী দিনে মিরিক থেকে কালিম্পং অবধি রেল পরিষেবার কোথাও ভাবা হচ্ছে। এমন প্রস্তাব এসেছে রেলওয়ে দফতরে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা বলেন,রেল লাইনের কাজ চলছে।