মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণার এবং রাজ্য সরকারের আর্থীক সহায়তায় কান্দি পাঁচ গাছিয়া এলাকায় তৈরি হওয়া সুর্য সংঘ ক্লাব ঘর উদ্বোধন হল রবিবার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান অপুর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি থানার আইসি সোমনাথ ভট্টাচার্য, কান্দি পৌরসভা কাউন্সিলর দেবল দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা
দ্বাওয়াদশী পূর্ণ তিথিতে রবিবার সকালে কান্দি বাজারে পাঁচ গাছিয়া এলাকায় সুর্য সংঘ ক্লাব ঘর উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান অপুর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি থানার আইসি সোমনাথ ভট্টাচার্য, কান্দি পৌরসভা কাউন্সিলর দেবল দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা ।
মূলত রাজ্য সরকারের বরাদ্দ দুলক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই ক্লাব ঘর। এদিন সকালে এই ক্লাব ঘরের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, তিনি জানিয়েছেন এলাকায় জুব সম্প্রদায়ের কাছে এই ক্লাব ঘরের খুব প্রয়োজন ছিল। তারা সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সব সময় থাকে এছাড়াও এলাকায় সব বয়সী পুরুষ ও মহিলাদের অবশর টাইমে বসার জায়গা না থাকায় এই ঘরে তারা বসতে পারবে এবং সমাজের উন্নয়নে তারাও সামিল হতে পারবে। এদিন অনুষ্ঠানে জেলাবাশীকে বিজয়ার শুভেচ্ছাও জানান তিনি