ফের বীরভূমে দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ শ্রমিক। ফের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল বীরভূমের মহম্মদবাজার ব্লকের অন্তর্গত হাবরাপাহাড়ি গ্রামে। আর এই গুলিচালানোর ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ধানু শেখ নামে এক পাথর খাদান শ্রমিক । খাদানের শ্রমিককে গুলি করে খুনের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। আহত হয়েছেন ধানা হাঁসদা। তাঁকে গুরুতর জখম অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কি নিয়ে ঝামেলা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ ? তবে গ্রাম সূএে খবর কোনো পারিবারিক কারন অথবা গ্রাম্য বিবাদ কে কেন্দ্র করে ঘটনা ঘটতে পারে।তবে দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। এই দু’জনকে লক্ষ্য করে চলেছে গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে পাথর খাদান কর্মী ধানু শেখের (৪৫)। ইতিমধ্যেই একজনকে আটক করেছে মহম্মদবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে, মুর্শিদাবাদের বাসিন্দা ধানু শেখ হাবড়াপাহাড়ির একটি খাদানে কাজ করতেন। সেই রাতে ধানু এবং স্থানীয় স্কুলশিক্ষক ধানা হাঁসদা হাবড়াপাহাড়ির ক্লাবের পাশে বসেছিল। তখন এক দুষ্কৃতী সাইকেলে করে এসে গুলি করে চম্পট দেয়।
আরও পড়ুন – ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া
গুলি ধানুর বুকে লাগে এবং ঘটনাস্থলেই মারা যান। আর ধানা হাঁসদার পিঠে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে গুলিতে জখম স্কুল শিক্ষক ধানু হাঁসদা পুলিশ কে বয়ান দেয় , দুপুরবেলায় তার বোন তাকে ফোন করে বলে এখন বাড়িতে আসার প্রয়োজন নেই ,
বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় আমি স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরি, তারপর দেখতেপাই একজন অপরিচিত ব্যক্তি বাড়িতে বসে ভাত খাচ্ছে , আমাকে দেখেই সে জন্য প্রস্তুত হয় , তখন আমি আর আমার ভাগ্নে অমিত মুর্মু ও আমার এক বন্ধু ধানু শেখ তিন জনে মিলে ওই ব্যক্তিকে বাড়ি থেকে জোর বের করে দেই , তখন আচমকা ওই অপরিচিত ব্যাক্তি গুলি চালায় , ঘঠনাস্থলে মৃত্যু হয় ধানু শেখের , তবে শুনলাম আমার মামার বাড়ির তরফে কোনো আত্মাীয় হয়। বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন , ঘটনার তদন্ত শুরু হয়েছে, অপরাধী দ্রুত ধরা পড়বে।