পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের চলচিত্রকার আতিউর ইসলামের দ্বিতীয় বাংলা চলচিত্র ছল এর সুটিং চলছে জেলার বিভিন্ন জায়গায়। সোমবার দুপুরে এই বাংলা চলচিত্রের সুটিং হয়ে গেল জেলার সদর শহর বহরমপুরের ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে। এই ছবির প্রায় অধিকাংশ সুটিং হবে এই জেলায়, বাকিটা হবে কলকাতায়। এই ছল ছবিতে থাকছে গোয়েন্দা গল্প। একটি খুনের ঘটনায় কিভাবে একজন সাংবাদিক নিজেই একা তদন্ত করবে, সে নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। কলকাতার থিয়েটার ও সিরিয়াস অভিনেতা অভিনেত্রীরা থাকছে এই বাংলা ছবিতে।
আতিউর ইসলামের দ্বিতীয় বাংলা চলচিত্র ”ছল” এর সুটিং চলছে মুর্শিদাবাদে
আতিউর ইসলামের দ্বিতীয় বাংলা চলচিত্র ”ছল” এর সুটিং চলছে মুর্শিদাবাদে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram