Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
টোটো চালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেল আসামবাসী

টোটো চালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেল আসামবাসী

টোটো চালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেল আসামবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টোটো চালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেল আসামবাসী। আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় টোটোতে ফেলে যাওয়া ব্যাগ ফিরে পেল ব্যাগের মালিক। পুলিশি তৎপরতায় এবং টোটো চালকের সততায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আসামের বঙ্গাইগাওয়ের দীপক সাহা। দুদিন আগেই আসাম থেকে দিনহাটার ঝুড়িপাড়ায় নিকট আত্মীয়র বাড়িতে আসে দীপক সাহা।

 

টোটো থেকে নামার সময় দুইটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ভুল করে টোটো তেই রেখে বাড়িতে যায়। জামা কাপড় সোনার গয়না থাকা ব্যাগ ফেলে যাওয়ার পর হঠাৎ করে রাতে দ্বিতীয় ব্যাগের খোঁজ করতেই শুরু হয় দুটো চালকের খোঁজা । হারিয়ে যাওয়া সেই ব্যাক ফিরে পেয়ে বেজায় খুশি আসামের বঙ্গাইগাঁওয়ের দীপক সাহা।

 

ট্রেনে করে বুধবার রাতে দিনহাটা স্টেশনে নামার পর টোটো করে নিকট আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে টোটোতে দুইটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ফেলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। দিনহাটা থানার এসআই দীপক রায় আসামের ওই ব্যক্তির টোটো তে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধারে সচেষ্ট হয়। মূলত তারই প্রচেষ্টায় এবং টোটো চালকের সততায় ব্যাগ ফিরে পেয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেন অনেকেই।

 

আসামের বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা দীপক সাহা জানান, দিনহাটা শহরের ঝুড়িপাড়া এলাকায় তার এক আত্মীয়র বাড়ি। সেখানে যাওয়ার জন্য ট্রেন থেকে দিনহাটা স্টেশনে নামার পর টোটোতে উঠু। ভুলক্রমে একটি ব্যাগ টোটো তেই রেখে দিয়ে অন্যটি নিয়ে যাই। বাড়িতে গিয়ে আরেকটি ব্যাগের খোঁজ পরে। তারপর টোটো চালকের খোঁজ শুরু হলেও সনাক্ত করা সম্ভব হয়নি। অনেক রাত পর্যন্ত ওই টোটো চালকের ঠিকানা জানার চেষ্টা করি। পরবর্তীতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।

 

টোটো চালক রেজাউল করিম জানান, এক ব্যক্তি আবার টোটো তে করে ঝুড়িপাড়ায় তার এক আত্মীয়র বাড়িতে নামে। রাতে বাড়িতে গিয়ে দেখি টোটোর মধ্যে একটি ব্যাগ রয়েছে।আমি দিনের বেলা অন্য কাজ করি। সন্ধ্যার পর টোটো চালাই। এদিকে পুলিশের পক্ষ থেকেও খোঁজ খবর শুরু হয়। পাশাপাশি আমিও এদিন সন্ধ্যায় দিনহাটা স্টেশনে এসে পুলিশের হাতে ব্যাগটি তুলে দেই। এরপর পুলিশ ব্যাগের প্রকৃত মালিক আসামের বঙ্গাইগাওয়ের দীপক সাহা নামে ওই ব্যক্তি কে ডেকে নিয়ে এসে তার হাতে ব্যাগটি তুলে দেয়। ব্যক্তির প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে বেশ ভালো লাগছে।

 

এই দিন স্টেশন চত্বরে করে থাকা রেল যাত্রীদের অনেকে জানান, এক ব্যক্তির হারিয়ে যাওয়া ব্যাগ টোটো চালক আবার পুলিশের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে তুলে দিল। এটা সততার নজির সৃষ্টি করেছে। এভাবেই মানুষ এগিয়ে এলে সমাজ অনেকটাই পাল্টে যাবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি টোটো তে ভুলবশত ব্যাগ রেখে যায়। আসামের ওই ব্যক্তির অভিযোগের পর পুলিশের পক্ষ থেকে খোঁজখবর শুরু হয়। এরপর টোটো চালকের সাথেও যোগাযোগ করে ব্যাক্তি উদ্ধার করে আসামের ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top