প্রকাশ্য মঞ্চেই রাজ্যের মন্ত্রীর মুখে ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় সংলাপ

প্রকাশ্য মঞ্চেই রাজ্যের মন্ত্রীর মুখে ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় সংলাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রকাশ্য মঞ্চেই রাজ্যের মন্ত্রীর মুখে ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় সংলাপ। বিতর্কে জড়ালেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। কড়া প্রতিক্রিয়া বিজেপির। এবার প্রকাশ্য মঞ্চেই ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় সংলাপ ঘিরে বিতর্কে জড়ালেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এনিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ ছবির একটি সংলাপ ছিল “ঝুঁকেগা নেহি……”। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিলে উপস্থিত কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে ওই সংলাপ কর্মীদের উদ্দেশ্যে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।

 

আর তাঁর ওই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়। একজন মন্ত্রী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এরকম বিতর্কিত শব্দ ব্যবহার কিভাবে করলেন তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। যদিও মনোজ তেওয়ারি জানান, তিনি ওইভাবে কোনও বিশেষ শব্দ ব্যবহার করতে চাননি। তিনি শুধুমাত্র কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য সিনেমার একটি সংলাপ বলেছেন মাত্র। এতে যদি কারও মনে আঘাত লেগে থাকে তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে এই বিষয়টিকে অন্যভাবে না নেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

 

যদিও তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি কৈলাস মিশ্র বলেন যে তিনি মন্ত্রীর ওই সংলাপ নিজে শোনেননি। তিনি পাল্টা বলেন, মমতা ব্যানার্জি ঝুঁকেগা নেহি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুঁকেগা নেহি। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন,
তৃণমূল দল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যেয় গোটা রাজ্যের তৃণমূল কর্মীরা বিজেপির সামনে “ঝুঁকেগা নেহি…..”।

 

আমাদের রাজ্যকে যেভাবে বঞ্চিত করছে। শুধুমাত্র বঞ্চিত করছে তা নয় কোনও কথার দাম নেই। বাংলাকে বরাবর বঞ্চিত করে রেখেছে। সেই কারণেই এই ডায়লগটা বলতে হল। এটা একটা সিনেমার সংলাপ। যদি এই সংলাপ খারাপ হয় সেইজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা একটা ফ্লোতে বলতে হয়। যেরকম ওরা অনেক কিছু বলে।
অন্যদিকে, এনিয়ে বিজেপির রাজ্য নেতা উমেশ রাই বলেন, এদিন রাজ্যের এক রাজ্য মন্ত্রী হাওড়া ময়দানের মঞ্চে এক সিনেমার এক সংলাপ বলেছেন, “ঝুকেগা নেহি….”।

 

এই সরকার পুষ্পা ফিল্মের মতোই আছে। ঠিক সেইভাবেই রাজ্যের মানুষের জীবনের সঙ্গে যারা খেলছে, চুরি করছে, সেই মঞ্চে দাঁড়িয়ে এই সংলাপ বলছে। এটা সম্পূর্ণভাবে ইঙ্গিত আছে এখানে কোন রাজত্ব চলছে। আসলে প্রকাশ্যে মন্ত্রী স্বীকার করেছেন যতই ভ্রষ্টাচার, পাপ হোক এই সরকার এটাকে কোনওদিন মানবে না, এটা স্বীকার করবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top