কৃষকের জমিতে আবর্জনা,বিক্ষোভ। দিনহাটা পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা এক কৃষকের জমিতে বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে। ফলে ওই কৃষক জমিতে চাষবাস করতে পারছে না। পুরসভা কর্তৃপক্ষ, এমনকি মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েও কোন কাজ না হওয়ায় পুরসভার আবর্জনা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখালো জমির মালিক সহ এলাকার বাসিন্দারা। সোমবার এ ঘটনা ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের বড়নাচিনা ঘাটপার এলাকায়। পরে পুরসভার আধিকারিকদের আশ্বাসে ঘন্টা তিনেক পর ওই গাড়ি ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের বড় নাচিনা ঘাটপার এলাকায় বাবু রহমান নামে এক ব্যক্তির জমিতে দীর্ঘ কয়েক বছর ধরে দিনহাটা পুরসভার আবর্জনা ফেলা হয়। ফলে ঐ কৃষক ওই জমিতে চাষবাস করতে পারছে না। বারবার তিনি পুরসভার চেয়ারম্যান এবং কি মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েও সমস্যা মেটেনি। এদিন বেলা ১০ টা নাগাদ দিনহাটা পুরসভার একটি গাড়ি ওই জমির পাশে গেলে সেই গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন জমির মালিক বাবু রহমান সহ এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে দিনহাটা পুরসভার আধিকারিকগন ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেন। অবশেষে সমস্যা মেটানোর আশ্বাস দিলে ঘন্টা তিনের পর ওই গাড়ি ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে জমির মালিক বাবু রহমান বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আমার জমিতে দিনহাটা পুরসভার আবর্জনা ফেলা হচ্ছে। ফলে আমি চাষবাস করতে পারছি না।
পুরসভার চেয়ারম্যান এমনকি মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েও সমস্যা মেটেনি। তাইতো বাধ্য হয়ে আবর্জনা ফেলানোর গাড়ি আটক করেছি। পরে পুরসভা কর্তৃপক্ষ সমস্যা মেটানোর আশ্বাস দিলে গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী বলেন, দিনহাটার বড় নাচিনা ঘাটপার এলাকায় আবর্জনা ফেলা নিয়ে এক ব্যক্তির সঙ্গে ঝামেলা চলছিল। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হয়েছে।