সুচনা হল ব্যারাকপুর প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতা

সুচনা হল ব্যারাকপুর প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুচনা হল ব্যারাকপুর প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতা। ব্যারাকপুর সুভাষ নগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বর্ষ অনুর্ধ্ব-১৩ ব্যারাকপুর প্রিমিয়ার লিগ ফুটবলের আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন সন্ধ্যায়। প্রসঙ্গত ২০২১ সালে খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এদিন সুভাষ নগর কলোনি মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন, ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখার্জি, সুব্রত মুখোপাধ্যায়,ইন্দ্রজিৎ শীল,প্রভাত হালদার,মিহির দাস, ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস, কাউন্সিলর সম্রাট তপাদার,সন্দীপা বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট ক্রীড়া প্রেমীরা।

 

এদিন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৮ টি দলের অধিনায়কদের উপস্থিতিতে লটারির মাধ্যমে খেলার সুচি নির্ধারণ করা হয়। তাছাড়া প্রতিযোগিতার থিম সংও এদিন প্রকাশ করা হয়। সংগঠকদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। চলবে আগামী ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রত্যেক শনিবার ও রবিবার প্রতিটি দল লীগ ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষে প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখার্জি বলেন, বড়দের ফুটবল প্রতিযোগিতা অনেকই হয়ে থাকে।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

কিন্তু ছোটদের প্রতিযোগিতা সেভাবে হয়ই না। তাই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যারাকপুর সুভাষ নগর অ্যাথলেটিক ক্লাবের এই উদ্যোগ রিতিমত তারিফযোগ্য। তিনি আরও বলেন, সরকারি সহযোগিতায় টিএফএ-র মত আরও অ্যাকাডেমি তৈরি হলে বাংলা তথা ভারতীয় ফুটবলের মানের উন্নয়ন ঘটবে। এদিকে এথলেটিক ক্লাবের এক কর্মকর্তা রাজা চক্রবর্তী বলেন, উদীয়মান ফুটবলার তুলে আনতে এবং বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে তাদের এই উদ্যোগ। সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে ব্যারাকপুরের ৮ টি ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুচনা হল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top