কর্মশালার উদ্বোধনে ভারপ্রাপ্ত মন্ত্রী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে একদিনের ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এ্যন্ড ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ইন ইন্ডিয়ান সুন্দরবন ডেলটা’ বিষয়ক কর্মশালার যৌথভাবে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত মন্ত্রী বলেন, ‘কল্যাণী বিশ্ববিদ্যালয় সুন্দরবন বিষয়ে গবেষণা করার জন্য এগিয়ে এসেছে এজন্য উপাচার্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
আগামী দিনে আরো গবেষণা সংগঠিত করার জন্য রাজ্য সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তর যথাসাধ্য সহযোগিতা করবে’। এছাড়া তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন রাজ্য সরকারের সুন্দরবনকে উন্নয়ন করার নানান প্রকল্প ও কর্মসূচির কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য ‘সুন্দরিনী’ নামে যে প্রকল্প চালু করেছেন সে বিষয়েও আলোকপাত করেন। উপাচার্য জানান, আগামী দিনে সুন্দরবনকে কেন্দ্র করে আরো প্রয়োগমূলক গবেষণার কাজে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা নিযুক্ত হবেন।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন অধ্যাপক রঞ্জন বসু। কল্যাণী বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে স্মারক দিয়ে ভারপ্রাপ্ত মন্ত্রীকে সম্বর্ধনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে মন্ত্রীর হাতে আরেকটি স্মারক তুলে দেন অধ্যাপক সুজয়কুমার মন্ডল। কর্মশালাটির আয়োজন করেন মূল গবেষণা প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. তরুণকুমার মন্ডল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ড. শাহিনা খাতুন।
বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপিকা কেকা সরকার, আই কিউ এসির অধিকর্তা অধ্যাপক নন্দকুমার ঘোষ, উন্নয়ন আধিকারিক ড. বিজয়কুমার দে সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক- অধ্যাপিকা ও আধিকারিকবৃন্দ। কর্মশালার অংশগ্রহণকারীরা জানায় তাঁরা কর্মশালার মাধ্যমে ভীষণভাবে উপকৃত হয়েছে। কর্মশালার উদ্বোধনে