সংবাদ মাধ্যমের খবরের জেরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসা শুরু

সংবাদ মাধ্যমের খবরের জেরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসা শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সংবাদ মাধ্যমের খবরের জেরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসা শুরু। সংবাদ মাধ্যমের খবরের জোরে নড়েচড়ে বসলো মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসন ।দীর্ঘ দু মাস টালবাহনার পর অবশেষে বৃহস্পতিবার শুরু হল মালদহের মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর অস্ত্রপচার।
জানা যায় প্রায় দুই মাস ধরে নিবাস রজক নামে এক রোগীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক ডিপার্টমেন্টে ভর্তি করে রাখা ছিল।

 

তাকে বারেবারে অস্ত্রোপচারের তারিখ দিয়েও পেছানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল অর্থপেডিক ডিপার্টমেন্টের এক ডাক্তারের বিরুদ্ধে। এমনকি ওই রোগীকে বেসরকারি হাসপাতালে অস্ত্র-প্রচারের পরামর্শ দিয়েছিলেন ঐ ডাক্তার বলে রোগীর পরিবারের অভিযোগ। গত ২রা ডিসেম্বর আমাদের সংবাদপত্রে এই খবর প্রকাশিত হবার পর মালদা ও মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ওই ডাক্তারকে শোকজ করেন এবং ওই ওই রোগীর অস্ত্রোপচারের উদ্যোগ নেন। অবশেষ এদিন বৃহস্পতিবার নিবাস রজকের অস্ত্র প্রচার হয় এবং তিনি এখন বর্তমানে সুস্থ আছেন।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

এ বিষয়ে মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান,এটা সত্য ওই রোগী দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন কিন্তু অপারেশন হয়নি। অভিযোগটি পাওয়ার পর অর্থপেডিক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের সাথে কথা বলে আমি এদিন ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করেছি এবং অপারেশন সফল হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম।

 

পাশাপাশি তিনি আরো জানান অভিযোগ পাওয়ার পর ওই ডাক্তারকে শোকজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্ট পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিভাগীয় প্রধানকে অনুরোধ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top