চোপড়ার রেশন কার্ড কোলকাতার দোকানে,সমস্যায় উপভোক্তারা। দীর্ঘ ঘোরাফেরার পরে নতুন রেশন কার্ড হাতে পেয়েও খাদ্য সাথীর রেশন সামগ্রী পেতে বঞ্চিত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বেশ কিছু রেশন গ্রাহক। এমনই অভিযোগ চুটিয়াখোড় এলাকার রেশন গ্রাহক আইনুল হক সহ বেশ কিছু গ্রাহকের। আইনুল হক জানান,তার নতুন রেশন কার্ড নিয়ে দেখেন কার্ডে নাম ঠিকানা ঠিক থাকলেও।
রেশন দোকান চোপড়ার জায়গায় কোলকাতা হয়েছে। তাই ওই রেশন কার্ডে বাড়ির কাছের রেশন দোকানে মাল তুলতে পারছেন না। তিনি মোট ছয় খানা নতুন কার্ড পেয়েছে । কিন্তু দোকানের নাম ভুল থাকায় রেশন তুলতে পারছেন না । তাই ওই কার্ডগুলো নিয়ে চোপড়া বিডিও অফিসে জানতে আসেন , কিভাবে তিনি নিজের বাড়ির পাশের রেশন দোকানে রেশন তুলতে পারবেন । এ ব্যাপারে চোপড়ার বিডিও সমীর মন্ডল জানান, বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন ওই রেশন গ্রাহক ।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
বিষয়টি তিনি লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন । এব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন জানান , বিষয়টি তিনি শুনেছেন আইনুল হক সহ বেশ কিছু উপভোক্তার নতুন রেশন কার্ডে রেশন দোকানের ঠিকানা ভুল হয়েছে, বিষয়টি তিনি চোপড়া ব্লক খাদ্য দপ্তর এবং ইসলামপুর মহকুমা খাদ্য দপ্তরের নজরে আনবেন। এব্যাপারে চোপড়া ব্লক ফুড সাপ্লায়ার অফিসার হীরক ঘোষ জানান এটা অনলাইনের কারণে ভুল ভ্রান্তি হয়েছে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে এই সমস্যার সমাধান করা যাবে । কিন্তু গ্রামের সিদে সাদা মানুষের জন্য এই ভুল ওই গ্রাহকদের কাছে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে ।