শহরের রাস্তা থেকে সজারু উদ্ধার করলো বন দপ্তর

শহরের রাস্তা থেকে সজারু উদ্ধার করলো বন দপ্তর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শহরের রাস্তা থেকে সজারু উদ্ধার করলো বন দপ্তর। প্রকাশ্য রাজপথে রাতেরবেলায় সেই বিরল প্রাণীটির দেখা পেয়ে কার্যত হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। পরে জানা যায় ওই প্রাণীটি সজারু। শহরের রাস্তায় নিজের ভঙ্গিমায় বহাল তবিয়তে ঘুরছিল সজারুটি। বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায় সড়কপথের ওপরে একটি পুর্নবয়স্ক সজারু দেখা যায়।

 

ভিড় জমাতে থাকে স্থানীয় মানুষজন। কয়েকজন তখন ঘটনাস্থলে ছিলেন তাদের মধ্যে কয়েকজন সজারুটির ছবি মোবাইল ক্যামেরায় তুলে রাখেন। তারপর স্থানীয়রাই খবর দেন বনদফতরকে। ওই সজারুটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। আপাতত সেটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা যায় এই সজারুটির বয়স আনুমানিক ৭ – ৮ বছরের মধ্যে। এটি পুরুষ সজারু। ওজনে প্রায় ১৪ – ১৫ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। শরীরে থাকে তীক্ষ্ণ কাঁটা। এটি পুরুষ সজারু। কাটোয়ায় পর্যবেক্ষণে রাখার পর বর্ধমানের রমনাবাগানে পাঠানো হবে বলে বনকর্মীরা জানান।

 

বনদফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,” এটি ভারতীয় প্রজাতির সজারু। এই ধরনের সজারু হিমালয় পর্বতমালা এলাকায় দেখা যায়। পূর্ণবয়স্ক সজারু। অনুমান করা হচ্ছে গঙ্গানদীর ধারে ঝোপজঙ্গলে থাকে।খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে হচ্ছে। কিভাবে এল খতিয়ে দেখা হচ্ছে। আরও সজারু রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

উল্লেখ্য, প্রকাশ্য রাজপথে রাতেরবেলায় সেই বিরল প্রাণীটির দেখা পেয়ে কার্যত হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। পরে জানা যায় ওই প্রাণীটি সজারু। শহরের রাস্তায় নিজের ভঙ্গিমায় বহাল তবিয়তে ঘুরছিল সজারুটি। বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায় সড়কপথের ওপরে একটি পুর্নবয়স্ক সজারু দেখা যায়। ভিড় জমাতে থাকে স্থানীয় মানুষজন।

 

কয়েকজন তখন ঘটনাস্থলে ছিলেন তাদের মধ্যে কয়েকজন সজারুটির ছবি মোবাইল ক্যামেরায় তুলে রাখেন। তারপর স্থানীয়রাই খবর দেন বনদফতরকে। ওই সজারুটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। আপাতত সেটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা যায় এই সজারুটির বয়স আনুমানিক ৭ – ৮ বছরের মধ্যে। এটি পুরুষ সজারু। ওজনে প্রায় ১৪ – ১৫ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। শরীরে থাকে তীক্ষ্ণ কাঁটা। এটি পুরুষ সজারু। কাটোয়ায় পর্যবেক্ষণে রাখার পর বর্ধমানের রমনাবাগানে পাঠানো হবে বলে বনকর্মীরা জানান।

 

বনদফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,” এটি ভারতীয় প্রজাতির সজারু। এই ধরনের সজারু হিমালয় পর্বতমালা এলাকায় দেখা যায়। পূর্ণবয়স্ক সজারু। অনুমান করা হচ্ছে গঙ্গানদীর ধারে ঝোপজঙ্গলে থাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top