দেশ ও বঙ্গ বন্ধুর অবদান নিয়ে সেমিনার রায়গঞ্জে

দেশ ও বঙ্গ বন্ধুর অবদান নিয়ে সেমিনার রায়গঞ্জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ ও বঙ্গ বন্ধুর অবদান নিয়ে সেমিনার রায়গঞ্জে। বাঙালি জাতীয়তাবাদের পটভূমিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একটি সেমিনার।

 

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে এই সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইতিহাসবিদ অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ। মূলত আগামী প্রজন্মর পড়ুয়াদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধির জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে প্রিয়রঞ্জন দাশমুন্সি সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রদীপ প্রজ্জলন ও উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে এদিনের সেমিনারের উদ্বোধন হয়।

 

মূলত বাঙালি জাতীয়তাবাদের পটভূমিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান ছিল এদিনের আলোচনা সভার মূল বিষয়বস্তু । অধ্যাপক আনন্দ গোপাল ঘোষের মতে, শেখ মুজিবুর রহমান আধুনিক বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির ইমারত তৈরি করতে চেয়েছিলেন। এর ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। অধ্যাপক বাবুলাল বালা বলেন, চিত্তরঞ্জন দাস বা বঙ্গবন্ধু মুজিবর রহমান বেঁচে থাকলে হয়তো আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশ কোন দেশেই হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার এই রক্তক্ষয়ী সংগ্রাম দেখতে হতো না ।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

যে কারণে তিনি দেশবন্ধু বা বঙ্গবন্ধুর বাঙালি জাতীয়তাবাদকে ব্যর্থ বলে আখ্যায়িত করেন। এই সেমিনারে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়, কলা বিভাগের অধ্যক্ষ দীপক কুমার রায়, বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ কালিশংকর তিওয়ারি, অধ্যাপক বাবুলাল বালা, অধ্যাপক বরেন্দ্রনাথ গিরি প্রমূখ। উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, এই ধরনের সেমিনার গবষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বাহ্যিক জ্ঞানের বিকাশে অত্যন্ত সহায়ক হবে। বঙ্গ বন্ধুর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top