সাহেবগঞ্জে বইমেলা ও ফুল প্রদর্শনী শুরু হল। দিনহাটার সাহেবগঞ্জে বইমেলা ও ফুল প্রদর্শনী শুরু হল। দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলা ও ফুল প্রদর্শনীর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, দিনহাটার মহকুমা শাসক রেহেনা বশির, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, পুলিশের সি আই মিত্র রায়, সমাজকর্মী দীপক কুমার ভট্টাচার্য প্রমুখ। দুদিন ব্যাপী বইমেলা ও ফুল প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। সাহেবগঞ্জে ফুটবল খেলার মাঠে এই মেলা শুরু হয়।
ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দিনহাটা দুই নম্বর ব্লকে ব্লক স্তরে বইমেলা ও ফুল প্রদর্শনী গোটা জেলায় এই প্রথম বলেও দাবি উদ্যোক্তাদের। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উল্লেখ করেন ইন্টারনেট ও ফেসবুকের যুগে আমাদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা।এই বইমেলা নতুন প্রজন্মকে দিশা দেখাবে এবং বইমুখী করে তুলতে অনেকটাই সাহায্য করবে। পাশাপাশি মন্ত্রী বলেন, ব্লক স্তরের এই বইমেলা আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
আগামী ২৭ তারিখ থেকে দিনহাটায় শুরু হচ্ছে জেলা বইমেলা। সেই বই মেলা কে আরো সুন্দর করে তুলতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যে এত সংখ্যক মানুষের উপস্থিতি দিনহাটা জেলা তার চেয়েও বেশি সংখ্যক মানুষের যাতে উপস্থিত হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। অনুষ্ঠানে জেলাশাসক পবন কাদিয়ান উল্লেখ করেন ব্লক স্তরে এভাবে যে বইমেলা করা যায় তা আগামীতে জেলার অন্যান্য ব্লক কেও উদ্বুদ্ধ করবে।
দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই বইমেলার তিনি প্রশংসা করেন।এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মণ জানান, ইতিপূর্বে ব্লক প্রশাসনের উদ্যোগে বইমেলা সেভাবে কোথাও হয়নি। ব্লকে বইমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাবলিশার্স রা যেমন এসেছে তেমনি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বইপ্রেমীরা।
দিনহাটা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী বইমেলা ছাড়াও পুষ্প প্রদর্শনীতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছে বিভিন্ন নার্সারীর কর্তৃপক্ষ। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে সাহিত্যের আড্ডার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠান মঞ্চস্থ করেন অর্কদ্বীপ মিশ্র। এর আগে স্থানীয় শিল্পীরা অনুস্ঠান মঞ্চথ করেন।অনুষ্ঠান কে ঘিরে বইপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।