চিলকির হাট বাজারে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। চিলকির হাট বাজারে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার ভোরে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দোকানের ভোল্ট ভেঙে প্রায় কুড়ি লক্ষ টাকার সোনা রুপার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সোনার দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরাও।
অবিলম্বে চুরির ঘটনার কিনারা করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্মরণ হয়েছে ব্যবসায়ীরা। দোকানের থেকে ৫০ মিটারের মধ্যে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। সোনার দোকানের মালিক প্রশান্ত বর্মন জানান, গতকাল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। তাই সোনার উপর অলঙ্কারগুলো দোকানের ভল্টে সব রেখে যাই। এদিন সকালে পুলিশ ফোন করে চুরির ঘটনা জানাতেই দৌড়ে ছুটে আসি।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
এসে দেখি দোকানের ভিতরে তছনছ হয়ে রয়েছে এমনকি ভল্ট ভাঙ্গা অবস্থায় রয়েছে। বিয়ের এই মরশুমে সব মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার সোনা ও রুপার গয়না ক্ষতি হয়। অনেকেই জিনিসপত্র বানাতে দিয়েছিলেন। অনেকের আবার জিনিসপত্র দোকানে বন্ধক রাখা ছিল। দুষ্কৃতীরা সবকিছুই নিয়ে গিয়েছে। কি করে গ্রাহকদের খোয়া যাওয়া জিনিস বুঝাবো সেটাই বুঝে উঠতে পারছি না।
পুলিশ যাতে ঘটনার কিনাড়া করে অবিলম্বে তার খোয়া যাওয়া সোনা রুপার অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের কাছে সেই আবেদন করছি। উল্লেখ্য ইতিপূর্বে দিনহাটার সহ কোচবিহার জেলার একাধিক জায়গায় একই কায়দায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এখনো কোনো ক্ষেত্রেই পুলিশ কিনারা করতে পারিনি বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে।