দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম দুই ব্যক্তি। কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট এলাকায় দুষ্কৃতীদের ছোড়াগুলিতে জখম হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে গুলি চলা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি উঠেছে।ঘটনায় আহত দুজন বর্তমানে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
স্থানীয় সূত্রে খবর নেশাগ্রস্ত অবস্থায় এসে সম্রাট আচার্জী (বান্টি) নামে এক যুবক বাবুরহাট বাজারে এসে হঠাৎই গুলি চালাতে শুরু করে । সেই গুলিতে স্থানীয় দুই ব্যবসায়ী মনতোষ সিং ও বিমল কর্মকার আহত হয় । তাদের পায়ে গুলি লেগেছে । তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে যেখানে তারা চিকিৎসাধীন রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী । তবে ওই যুবক বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে। তবে ওই যুবকের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বান্টি আচার্য নামে এক দুষ্কৃতী পুরনো রাগ মেটাতে ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনের পায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনে বাবুরহাট বাজারের আশপাশে ছোটাছুটি শুরু করে দেয় বাসিন্দারা। যে দুজন গুলিবিদ্ধ হয়েছে সেই এলাকার বাসিন্দারা গিয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে গিয়ে জমায়েত করে। স্বাভাবিকভাবে উত্তেজনা কিছুটা বেড়ে যায়। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ । তবে কি কারণে সে গুলি চালালো বিষয়টি এখনো জানা যায়নি ।
তবে তার কাছে বন্ধুক কোথা থেকে এল তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন । তবে এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত ।
জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, বান্টি আচার্যর নামে এর আগেও অনেক মামলা রয়েছে। পুলিশ তাকে অনেক দিন ধরেই খুঁজছে। এদিন রাতেও গুলি চালিয়েছে ফেরার হয়ে গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের সব রকম চেষ্টা চলছে।