ওকড়াবাড়ি আলাবক্স হাই স্কুলের তিন দিনব্যাপী প্লাটিনাম জুবিলির অনুষ্ঠান। ওকড়াবাড়ি আলাবক্স হাই স্কুলের প্লাটিনাম জুবিলি উপলক্ষে বর্ষ ব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান শুরু হচ্ছে ২০ ডিসেম্বর থেকে। এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে নানাভাবে উদ্যোগী হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
দিনহাটা প্রেসক্লাবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্লাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠান তিন দিনব্যাপী কিভাবে আয়োজিত হবে সেসব তুলে ধরেন প্লাটিনাম জুবিলি উৎসব কমিটির সভাপতি তথা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্লাটিনাম জুবিলি উৎসব কমিটির সম্পাদক নবীউল ইসলাম,স্কুলের পরিচালন সমিতির সভাপতি সহিদার রহমান, শিক্ষক পুলক চক্রবর্তী প্রমুখ।
বর্ষ ব্যাপি নানা অনুষ্ঠানের অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠান হয়েছে। এবার সমাপ্তি অনুষ্ঠানকেও আরো সুন্দর করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ কে। সাংবাদিক বৈঠকে স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলের প্লাটিনাম জুবিলি কে স্মরণীয় করে রাখতে গত জানুয়ারি মাসে যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে ২০ জানুয়ারি থেকে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাজী মহম্মদ ফজলে হক।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, মহকুমা শাসক রেহেনা বশির, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল চন্দ্র রায় সরকার, স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ফজলে রহমান, দিনহাটা থানা আইসি সুরোজ থাপা, চিকিৎসক অজয় মণ্ডল সহ অনেকেই। স্কুল কর্তৃপক্ষ আরও জানান, আমরা চাইছি সমাপ্তি অনুষ্ঠানে স্কুলের যারা প্রাক্তনী রয়েছে এবং স্কুলকে যারা ভালবাসে সকলকে নিয়ে এই অনুষ্ঠান হবে।
দিনহাটার এই বিদ্যালয় রাজ্যের সেরা বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত। তাই প্লাটিন জুবিলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে তিন দিনব্যাপী যে অনুষ্ঠান হবে সেখানে বাংলাদেশ ছাড়াও এ রাজ্যের এবং আসামের থেকেও শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবে। নবীন প্রবিনের পুনর্মিলন উৎসবকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হবে।প্লাটিন জুবিলির সমাপ্তি অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে স্কুলের পক্ষ থেকে জোড় প্রস্তুতি শুরু হয়েছে। স্কুল প্রাঙ্গণকে।