“বিষ” নাটক প্রদর্শিত। তিরিশ বছর পর তুফানগঞ্জে আবার নব্বই দশকের সাড়া জাগানো নাটক “বিষ” নাটকটি প্রদর্শিত চলেছে। আর এই খবরে স্বাভাবিকভাবেই খুশি তুফানগঞ্জ এর নাট্যপ্রেমী মানুষ। “বিষ” নাটকটির পরিচালক ও অভিনেতা কল্যাণময় দাস। সেইসাথে বহুবছর পর নাট্যমেলার আয়োজন করতে চলেছে কোচবিহার এবং তুফানগঞ্জের দুটো বিশিষ্ট নাট্য সংস্থা “জিস্কেটেড” এবং “টি.আর.ডব্ল্যু.এস।
আগামী ২২ ডিসেম্বর বৃহঃস্পতিবার সন্ধে ৫:৩০ মিনিট থেকে তুফানগঞ্জ কম্যুউনিটি হলে পরপর তিনটি নাটক মঞ্চস্থ করবে “জিস্কেটেড” ও “টি.আর.ডব্ল্যু.এস”-এর যৌথ প্রযোজনা “বিষ”, সলসলাবাড়ি ডুয়ার্স নাট্যকথা প্রযোজিত “হঠাৎ” এবং দিনহাটা দ্য থার্ড আই প্রযোজিত “ওরে বিহঙ্গ”। দীর্ঘ তিরিশ বছর পর তুফানগঞ্জে ফিরে এলো নাট্যচর্চা। সংস্কৃতি মনস্ক মানুষদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ উচ্ছ্বাস ইতিমধ্যেই দেখা যাচ্ছে তুফানগঞ্জ শহরে।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
এই নাট্যমেলার উদ্বোধন করবেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশোর। উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদার স্মৃতি পুরস্কারে ভূষিত সাহিত্যিক, সমাজকর্মী চিকিৎসক উজ্জ্বল আচার্য।
বহু বছর পর আবার একসাথে কাজ করতে চলেছেন কল্যাণময়, শুভময়, মহুয়া, কুণাল, তন্ময়রা। তাঁদের কাছ থেকে তাঁদের বর্তমান অভিজ্ঞতার কথা জানতে চাইলে কল্যাণময় বলেন, “এ এক দুর্লভ অভিজ্ঞতা।
তিরিশ বছর আগে লেখা “বিষ” যেমন এখনো সমকালকে স্পর্শ করে যাচ্ছে সেটা ভাবতেই বেশ ভালো লাগছে, আর সেই পুরনো থিয়েটারের সাথিদের সাথে আবার মঞ্চে প্রবেশ করবো দর্শকাসনে আবার অনেক পুরনো দর্শকদের অনুভব করবো এটা আমার নাট্যজীবনে এক বিরাট প্রাপ্তি ও পুরস্কার। প্রবল উদ্যমে মহড়া চলছে “বিষ” নাটকের।