ছোটবেলা থেকে শিরোপার জন্য অপেক্ষা করেছি : মেসি। মেসিতে মুগ্ধ বিশ্ব। মেসিতে মুগ্ধ ফুটবল। মেসিতে মুগ্ধ কাতারের মরুময় প্রান্তর। কবি নির্মলেন্দু গুণ বলেছেন, ‘আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক…।’ হয়তো মেসিও তাই বলেছেন, ভক্তরা শুধু অপেক্ষা করুক, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’কে মিথ্যা প্রমাণ করে ৩৬ বছর পরে হলেও আর্জেন্টিনার হয়ে কথা রাখব, শিরোপা জিতব।
মেসি শুধু শিরোপা জিতলেন না, ভক্তদের হৃদয় জিতে চোখের জলে টানলেন পূর্ণতা। এই পূর্ণতার জন্য মেসি অপেক্ষা করেছেন অল্প বয়স থেকে। গতকাল রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবলের ২২তম আসরের শিরোপা জিতে মেসি ছোটবেলার স্বপ্ন পূরণ করেন। সেইসঙ্গে দলকে ৩৬ বছর পরে এনে দেন শিরোপা। এদিকে এই সফলতাকে সঙ্গী করে মেসি খেলা চালিয়ে যেতে চান। ফলে অবসরের যে খবর উঠেছিল, সেটি আর সত্য হতে দিলেন না মেসি। খেলা শেষে মেসি বলেন, ‘দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
আরও পড়ুন – আর্জেন্টিনার ‘তিন তারা’ লোগো উন্মোচন
অনেক কষ্ট হয়েছে এটা অর্জন করতে। আমি ছোটবেলা থেকে এই শিরোপার জন্য অপেক্ষায় রয়েছি। সেটি পেয়েছি। আমি এখন অবসর নিচ্ছি না, চ্যাম্পিয়ন হিসেবে খেলা চালিয়ে যেতে চাই।’ এর আগে মেসি বলেছিলেন, ‘ফাইনালই হবে আমার শেষ ম্যাচ।’ অবশ্য শিরোপা জেতার পরে এই কথা পাল্টে ফেলেছেন মেসি। এবার হয়তো কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী হিসেবে আরও ম্যাচ খেলতে মাঠে নামবেন তিনি। কাতার বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন লিওনেল মেসি। আর ৮ গোল করে গোল্ডেন বুট পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। মেসির গোল সংখ্যা ৭টি।