বন্ধুর প্রেমিকাকে মেসেজ করেছিল দাদা; তার জেড়েই খুন হতে হল ভাইকে। প্রেমিকাকে মেসেজ করা নিয়ে বচসা। সেই রাগেই যুবককে খুনের অভিযোগ উঠল এক প্রেমিকের বিরুদ্ধে। শিলিগুড়ির ভক্তিনগর থানার ভূপেন্দ্রনগর এলাকার ঘটনা। মৃতের নাম মনীশ গুপ্ত। পুলিশ জানিয়েছেন, মণীশ গুপ্তকে খুনের অভিযোগে রবিবার রাতে শিলিগুড়ি থেকে অঙ্কিত শর্মা, প্রভাত শর্মা, রোহিত শর্মা নামে তিনজনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
ভক্তিনগর থানা সূত্রে খবর, মনীশ গুপ্তের দাদা খুনে অভিযুক্ত অঙ্কিত শর্মার প্রেমিকাকে ম্যাসেজ করতো।প্রেমিকাকে মেসেজ করাকে এনিয়ে ঝামেলা ছিল তাদের মধ্যে। এর আগে অঙ্কিত মণীশকে অঙ্কিত বলেছিল তাঁর দাদাকে সাবধান করতে যাতে তাঁর প্রেমিকাকে মেসেজ না করে। আর এই প্রেমিকাকে মেসেজ করার ঘটনাকে কেন্দ্র করেই রবিবার রাতে মণীশের সঙ্গে অঙ্কিত ও তাঁর দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এরপরই বচসার জেড়ে মণীশকে চাকু মারা হয়।
এরপর ভক্তিনগর থানার কাছে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় আহত মনীশকে। সেখানে তার মৃত্যু হয়। এরপর সোমবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোম ভাঙচুর করে মণীশের পরিচিতরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার পুলিশ, পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী।
আরও পড়ুন – আর্জেন্টিনার ‘তিন তারা’ লোগো উন্মোচন
উল্লেখ্য, প্রেমিকাকে মেসেজ করা নিয়ে বচসা। সেই রাগেই যুবককে খুনের অভিযোগ উঠল এক প্রেমিকের বিরুদ্ধে। শিলিগুড়ির ভক্তিনগর থানার ভূপেন্দ্রনগর এলাকার ঘটনা। মৃতের নাম মনীশ গুপ্ত। পুলিশ জানিয়েছেন, মণীশ গুপ্তকে খুনের অভিযোগে রবিবার রাতে শিলিগুড়ি থেকে অঙ্কিত শর্মা, প্রভাত শর্মা, রোহিত শর্মা নামে তিনজনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
ভক্তিনগর থানা সূত্রে খবর, মনীশ গুপ্তের দাদা খুনে অভিযুক্ত অঙ্কিত শর্মার প্রেমিকাকে ম্যাসেজ করতো।প্রেমিকাকে মেসেজ করাকে এনিয়ে ঝামেলা ছিল তাদের মধ্যে। এর আগে অঙ্কিত মণীশকে অঙ্কিত বলেছিল তাঁর দাদাকে সাবধান করতে যাতে তাঁর প্রেমিকাকে মেসেজ না করে। আর এই প্রেমিকাকে মেসেজ করার ঘটনাকে কেন্দ্র করেই রবিবার রাতে মণীশের সঙ্গে অঙ্কিত ও তাঁর দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এরপরই বচসার জেড়ে মণীশকে চাকু মারা হয়।