মেদিনীপুর সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিপুল উৎসাহ ও চরম উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের চারদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকা আওয়াজের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন করেন মেদিনীপুর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুন্তল ঘোষ।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তোরই। চার দিন ধরে চলা এই প্রতিযোগিতার বিষয় ছিল পৃথক পৃথক বিভাগে ক্রিকেট, ফুটবল, দৌড়, ঝাঁপ, রিলে রেস, বল থ্রো, ব্যাডমিন্টন ইত্যাদি। ক্রিকেট বিভাগে কলেজের ১৮ টি দল অংশগ্রহণ করেছিল। ক্রিকেটের চূড়ান্ত পর্যায়ের খেলাতে পদার্থবিদ্যা বিভাগকে পরাজিত করে জয়ী হয় কৃষিবিদ্যা বিভাগ। ফুটবল খেলাতে মহাবিদ্যালয়ের ২০ টি দল অংশ নিয়েছিল। ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলাতে কৃষিবিদ্যা বিভাগকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় বি এম এল টি বিভাগ। ফুটবল খেলাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে টানটান উত্তেজনা ও চরম উদ্দীপনা দেখা দেয়।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
শনিবার শেষ হওয়া মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত ইভেন্টে প্রায় ৫০০ শতাধিক ছাত্রছাত্রী যোগদান করেছিল। চার দিন ধরে চলা এই সমস্ত খেলাগুলি পরিচালনা করেন সিটি কলেজের স্পোর্টস কনভেনার অধ্যাপক বিশ্বজিৎ মল্লিক। আগামী ৬ ফেব্রুয়ারি সিটি কলেজের প্রতিষ্ঠা দিবসে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার গুলি তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ বলেন, “২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা চারদিন ধরে করলাম। বিভিন্ন ইভেন্টে ছেলেমেয়েদের যোগদান ছিল সত্যিই চোখে পড়ার মতো। এই সময়কালে ছাত্রছাত্রীদের মোবাইল বিমুখ করে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে এনে বন্ধুত্বপূর্ণ মনোভাবের মধ্য দিয়ে খেলায় অংশগ্রহণ করানোই আমার প্রথম এবং প্রধান লক্ষ্য।”