রাসায়নিক সারের কালোবাজারি প্রতিবাদে চাষীদের বিক্ষোভ

রাসায়নিক সারের কালোবাজারি প্রতিবাদে চাষীদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাসায়নিক সারের কালোবাজারি প্রতিবাদে চাষীদের বিক্ষোভ। মালদহ জেলায় আবারো রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে বিক্ষোভ কৃষকদের একাংশর। জেলায় বর্তমানে আলু চাষের মরসুম চলছে। আলু চাষের জন্য দরকার প্রচুর পরিমাণে রাসায়নিক সার। এর আগেও মালদাহের পুরাতন মালদহ ব্লকের চাষীরা সার নিয়ে কালোবাজারি প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন এমনকি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিলেন। তারপর প্রশাসন নড়েচড়ে বসে এ নিয়ে।

 

একাধিক সারের দোকানে হানা দিয়েছিলেন ব্লক এবং জেলার কৃষি আধিকারিকরাও। তা সত্ত্বেও ফের প্রশাসনের নাকের ডগায় এক শ্রেণীর সার ব্যবসায়ীরা চড়া দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ। এ নিয়ে রবিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর এলাকার একটি সারের দোকানে কৃষকেরা বিক্ষোভ দেখান। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং সার ব্যবসায়ী সহ কৃষকেরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অবশেষে কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সার ব্যবসায়ীকে আটক করে মালদা থানার পুলিশ।

 

কৃষকদের অভিযোগ, বেশ কিছুদিন থেকে চাষের জন্য রাসায়নিক সারের কালোবাজারি রমরমা চালাচ্ছিল একশ্রেণীর সার ব্যবসায়ীরা। মূলত আলু উত্‍পাদনের জন্য বিশেষ করে প্রয়োজন এনপিকে সার । সেই সার চড়া দামে বিক্রি করছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আলুর গাছ বড় হওয়ার পর প্রয়োজন ইউরিয়া সারের। কিন্তু সে সারেও কালোবাজারি করা হচ্ছে বলে অভিযোগ। আলুর প্রয়োজনীয় ইউরিয়া সার দোকানের গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে বলে অভিযোগ।

 

তারই প্রতিবাদে রবিবার দুপুর তিনটে নাগাদ সারের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাষিরা, দোকান মালিকের সাথে বচসায় জড়িয়ে পড়েন কৃষকরা। সেখানে উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সার ব্যবসায়ীকে আটক করে মালদা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এ প্রসঙ্গে পুরাতন মালদহের এক আলু চাষী সুধীর মন্ডল জানান আলুর গাছ বড় হয়ে গেছে এখন প্রয়োজন ইউরিয়া সারের। সকালে দোকানে সার কিনতে আসি। প্রথমে বলে সার নেই। তারপর চাপাচাপিতে বলে বেশি দাম লাগবে। অন্যান্য চাষিরা ও ছুটে আসে দোকানদারের সাথে বচসা তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি একশ্রেণীর অসাধু সার ব্যবসায়ী সারের কালোবাজারি করছেন। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি চাষেরও ক্ষতি হচ্ছে প্রশাসনের উচিত কড়া নজরদারি রাখা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top