শহরে ২৫ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব। রবিবার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে শুরু হল ২৫ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব। এই নাট্য উৎসবের শুরুর দিন থেকেই এই নাটকের উৎসব মন জয় করল শহরের নাট্য প্রেমীদের। জানা গেছে, কালিয়াগঞ্জ যাত্রিক নাট্য গোষ্ঠীর ব্যবস্থাপনায় ও সহযোগিতায় কলকাতা অনীক আয়োজিত ২৫ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব এর ত্রয়োদশ পর্বের শুভ সূচনা হল রবিবার স্থানীয় নজমু নাট্য নিকেতনে।
যাত্রিক নাট্য গোষ্ঠীর সম্পাদক দেবাশীষ পাল জানান, এদিন নৃত্যশিল্পী অহনা চক্রবর্তীর একটি সুন্দর নৃত্যের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন নাট্য সন্ধ্যায় পরিবেশিত হয় মালদা মালঞ্চের দুটি স্বল্প দৈর্ঘ্যের নাটক “সকালবেলার রোদ্দুর” ও “এপারে”। দুটি নাটকই পরিচালনা করেছেন জয়রাজ ত্রিবেদী। দুটি নাটকেরই অভিনয় উপস্থাপনা ও মনোস্তাত্বিক বিশ্লেষণ, দর্শকের মন নাড়িয়ে দেয়। সোম ও৷ মঙ্গলবার এই নাট্য উৎসবে আরও যে নাটক গুলি উপস্থাপিত হবে, সেগুলি হল কালিয়াগঞ্জ নাট্য সিদ্ধান্তের “অন্তরালে”, রায়গঞ্জ ইনস্টিটিউটের “ইদুর” ও ছন্দমের “মেদেয়ারা”।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. পীযুষ কুমার দাস, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রাম নিবাস সাহা ,বিচিত্রা নাট্য সংস্থার প্রবীণ নাট্যকর্মী শান্তনু দাস, মালদা মালঞ্চের পরিচালক পরিমল ত্রিবেদী, যাত্রিক নাট্যগোষ্ঠীর সভাপতি অতুল কৃষ্ণ পাল, সম্পাদক দেবাশীষ পাল ও অনীক নাট্যগোষ্ঠীর সদস্য প্রশান্ত দত্ত সহ নাট্য মোদী বহু সাধারণ মানুষ।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
উল্লেখ্য, রবিবার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে শুরু হল ২৫ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব। এই নাট্য উৎসবের শুরুর দিন থেকেই এই নাটকের উৎসব মন জয় করল শহরের নাট্য প্রেমীদের। জানা গেছে, কালিয়াগঞ্জ যাত্রিক নাট্য গোষ্ঠীর ব্যবস্থাপনায় ও সহযোগিতায় কলকাতা অনীক আয়োজিত ২৫ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব এর ত্রয়োদশ পর্বের শুভ সূচনা হল রবিবার স্থানীয় নজমু নাট্য নিকেতনে। যাত্রিক নাট্য গোষ্ঠীর সম্পাদক দেবাশীষ পাল জানান, এদিন নৃত্যশিল্পী অহনা চক্রবর্তীর একটি সুন্দর নৃত্যের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন নাট্য সন্ধ্যায় পরিবেশিত হয় মালদা মালঞ্চের দুটি স্বল্প দৈর্ঘ্যের নাটক “সকালবেলার রোদ্দুর” ও “এপারে”। দুটি নাটকই পরিচালনা করেছেন জয়রাজ ত্রিবেদী।