মালদহ কাঁটা মুন্ডু উদ্ধারের ঘটনার তদন্তে স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড

মালদহ কাঁটা মুন্ডু উদ্ধারের ঘটনার তদন্তে স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদহ কাঁটা মুন্ডু উদ্ধারের ঘটনার তদন্তে স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড। মঙ্গলবার খোদ মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়াড়া মোড় সংলগ্ন পুরাতন হাসপাতাল গ্রাউন্ডে পৌরসভার পার্কিংএ একটি ব্যাগের ভিতর থেকে কাটা মুন্ড উদ্ধার হয়। ইংরেজবাজার থানার পুলিশ তদন্তে নেমে বুধবার স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে যায়। সাথে সাথে বম্ব স্কোয়াডও এলাকায় তল্লাশি চালায়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে ।

 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মালদহ শহর জুড়ে । শহরবাসী থেকে স্থানীয় ব্যবসায়ী সকলের মনে প্রশ্ন খোদ শহরের বুকে কাটা মুন্ডু এল কোথা থেকে। সেই খুলি উদ্ধার করে মালদা মেডিক্যালের ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে পুলিশ ।সেই রিপোর্ট পেলেই জানা যাবে খুলি পুরুষের না মহিলার । গতকালই ওই খুলির পাশ থেকে একটি পরিত্যক্ত ব্যাগও উদ্ধার হয়। এদিন ঘটনাস্থলে স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড নিয়ে চল্লাশি চালায় ইংরেজবাজার থানার পুলিশ । পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । অবিলম্বে শহরের মূল এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি শহরবাসীর।

আরও পড়ুন – মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “গতকাল এই এলাকায় একটি মাথার খুলি উদ্ধার হয়েছিল । আজ থানার লোকজন কুকুর নিয়ে এলাকায় তল্লাশি চালাচ্ছে । এলাকায় দেহের অন্যান্য অংশের খোঁজ করেছন । এলাকা থেকে পরিত্যক্ত ব্যাগও পাওয়া গিয়েছে । স্বভাবতই কেউ বোমাও রেখে যেতে পারে।সেই কারণে বম্ব স্কোয়াডও পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে । এই এলাকা শহরের মূল অংশ। পাশে পৌরসভার পার্কিংজোন রয়েছে।কখন কে আসছে, যাচ্ছে তা জানতে অবশ্যই সিসিটিভি ক্যামেরা এই এলাকায় থাকা উচিত ।”

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই খুলি পুরুষের না মহিলার তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । খুলিটি কতদিনের পুরনো তাও পরীক্ষার পর বলা সম্ভব হবে । ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ শুরু হয়েছে।সিসি ক্যামেরার ফুটেজ ফুটেজ পেলে তদন্তে আরও অগ্রগতি হবে। কাঁটা মুন্ডু

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top