তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতির। গত কয়েকদিন আগে শান্তিপুর পৌরসভার পৌর স্টেডিয়ামে রাজ্যের ছয়টি জেলার তাঁত শিল্পর সাথে যুক্ত তাঁতিদের নিয়ে এক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সেখান থেকেই তাঁতিদের অভাব অভিযোগ এবং দুরবস্থার কথা লিখিত আকারে জানানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। তারপরেই নদিয়ার রানাঘাটের বাণী সংঘের মাঠে এক জনসভায় আসেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
জনসভার মঞ্চ থেকে তাঁতিদের মহাজন মুক্ত করতে হবে এই ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁত ইউনিয়নের সদস্যদের রাস্তায় নেমে আন্দোলন করার নির্দেশও দেন তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই শান্তিপুরের বিভিন্ন এলাকার তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতি সনৎ চক্রবর্তী, এছাড়াও শোনেন তাঁতিদের অভাব অভিযোগ। ইউনিয়ন সভাপতি কে কাছে পেয়ে তাঁতি রাও তুলে ধরেন তাদের দুরবস্থার কথা। এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতি সনৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি।
আমরা ঘুরে দেখলাম বেশিরভাগ তাঁতীরা মহাজনের অধীনস্থ, আর যার কারণে প্রত্যেক মাসে এখন তাঁতিদের আয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। আগামী দিনে তাঁতীরা যদি মহাজন মুক্ত হতে পারে তাহলে অনেকটাই লাভের মুখ দেখতে পারবে তাঁতিরা, আর আগের মতই তাঁত শিল্প পুনর্ জীবিত হবে। আমরা তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যেই এই অভিযান করছি।
উল্লেখ্য, তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতির। গত কয়েকদিন আগে শান্তিপুর পৌরসভার পৌর স্টেডিয়ামে রাজ্যের ছয়টি জেলার তাঁত শিল্পর সাথে যুক্ত তাঁতিদের নিয়ে এক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সেখান থেকেই তাঁতিদের অভাব অভিযোগ এবং দুরবস্থার কথা লিখিত আকারে জানানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। তারপরেই নদিয়ার রানাঘাটের বাণী সংঘের মাঠে এক জনসভায় আসেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।