দিনহাটাতে আন্দোলনের নামল ভারত কৃষক সভা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকায় বহু গরীব মানুষের নাম বাদ যাওয়ায় এবং বৃত্তশালীদের নাম তালিকায় থাকায় অবিলম্বে তালিকা সংশোধনের দাবি সহ একাধিক দাবিতে আন্দোলনের নামল সারা ভারত কৃষক সভা। দাবিগুলি নিয়ে দিনহাটা এক ও দুই নম্বর ব্লকের বিডি অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সারা ভারত কৃষকসভা। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনহাটার দুইটি ব্লকের বিডি অফিসে পৃথক পৃথকভাবে আন্দোলন কে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।
দাবিগুলি নিয়ে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলন আমার হুমকি দেওয়া হয়েছে। এদিন বিক্ষোভ, ডেপুটেশনের সময় উপস্থিত ছিলেন তারাপদ বর্মণ, গৌরাঙ্গ পাইন, প্রবীর পাল, মনিন্দ্রচন্দ্র রায়, সমীর চৌধুরী, এন্দাদুল হক সহ অনেকেই । এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখতে গিয়ে কৃষক সংগঠনের নেতৃত্ব খুব উগরে দিয়ে বলেন, সাধারণ গরিব মানুষের অধিকাংশ টি নাম বাদ গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। অথচ সেক্ষেত্রে দেখা যাচ্ছে বহু বিত্তবানদের নাম রয়েছে।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
অবিলম্বে বিত্তবানদের নাম বাদ দিয়ে প্রকৃত গরিব মানুষরা যাতে এই তালিকায় সুযোগ পায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে। এদিন বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল ব্লক প্রশাসনের আধিকারিকের সাথে দেখা করে তার হাতে দাবি পত্র তুলে দিয়ে অবিলম্বে আবাস যোজনায় প্রকৃত যারা প্রাপক তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত আবাস যোজনায় নতুন করে তালিকা প্রকাশ এবং ১০০ দিনের কাজ চালুর দাবি জানান।
এ দিন দিনহাটা এক ব্লকের বিডি অফিসের পাশাপাশি দিনহাটা দুই ব্লকের বিডি অফিসে ও সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষে তারাপদ বর্মণ জানান, বিভিন্ন এলাকায় যারা প্রকৃতই দুঃস্থ তাদের অধিকাংশই নাম আবাস যোজনার তালিকায় ওঠেনি। পরিবর্তে বিত্তবানদের অধিকাংশের নাম রয়েছে তালিকায়। অবিলম্বে নতুন করে তালিকা সংশোধন এবং বিত্তবানদের নাম বাদ দেওয়া ছাড়াও প্রকৃত যারা প্রাপক তাদের নাম নথিভুক্ত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংগঠনের দাবি পত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।