দু’দিনের ‘কালকূট নাট্য পার্বণ’ অনুষ্ঠিত। দু’দিনের ‘কালকূট নাট্য পার্বণ’ অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার রাতে দু’দিনব্যাপী এই নাট্য অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য স্নেহাশীষ চৌধুরী। উপস্থিত ছিলেন কোচবিহার সম্মিলিত নাট্য কর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল, নাট্য ব্যক্তিত্ব দীপায়ন ভট্টাচার্য, নাট্যকার মিলনশীল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, নাটক হল সমাজের দর্পণ। সমাজ পরিবর্তনের লড়াইয়ে মানুষের চেতনাকে উজ্জীবিত করার স্বার্থে নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা সুষ্ঠু সমাজ গঠনে নাটকের গুরুত্ব অপরিসীম। সমাজের বুকে যখন অপসংস্কৃতির কালো থাবা ঝাঁকিয়ে বসতে চলেছে, তার বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি প্রসারে নাটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের স্বার্থে একে আরও বেশি বেশি করে প্রসারিত করাটা জরুরী। নাট্যচর্চা যত বেশি বেশি প্রসারিত হবে সমাজের পক্ষে ততই মঙ্গল।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
দু’দিনের এই নাট্য অনুষ্ঠানে প্রজেক্ট অ্যাক্টর ল্যাব প্রযোজিত ম্যাকবেথ এক্স পরিবেশিত হয়। এছাড়াও কোচবিহার বর্ণনা প্রযোজিত ‘লেন-দেন’, কোচবিহার অগ্নি নাট্য সংস্থা প্রযোজিত ‘ছায়াপাত’ ভেটাগুড়ি কালকূট প্রযোজিত মিলনশীল রচিত ‘আরাভান’, দিনহাটা প্রগতি নাট্য সংস্থা প্রযোজিত নাটক ‘কাল বা পরশু’, ভেটাগুড়ি কালকূট প্রযোজিত ‘আমার নামে নয়’ নাটক পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আয়েশা সুলতানা, সুব্রত সরকার, পবিত্র ঘোষ এবং প্রভাস সরকারকে সম্মাননা জানানো হয়। দু’দিনের এই অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, দু’দিনের ‘কালকূট নাট্য পার্বণ’ অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার রাতে দু’দিনব্যাপী এই নাট্য অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য স্নেহাশীষ চৌধুরী। উপস্থিত ছিলেন কোচবিহার সম্মিলিত নাট্য কর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল, নাট্য ব্যক্তিত্ব দীপায়ন ভট্টাচার্য, নাট্যকার মিলনশীল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, নাটক হল সমাজের দর্পণ। সমাজ পরিবর্তনের লড়াইয়ে মানুষের চেতনাকে উজ্জীবিত করার স্বার্থে নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা সুষ্ঠু সমাজ গঠনে নাটকের গুরুত্ব অপরিসীম। সমাজের বুকে যখন অপসংস্কৃতির কালো থাবা ঝাঁকিয়ে বসতে চলেছে, তার বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি প্রসারে নাটক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের স্বার্থে একে আরও বেশি বেশি করে প্রসারিত করাটা জরুরী। নাট্যচর্চা যত বেশি বেশি প্রসারিত হবে সমাজের পক্ষে ততই মঙ্গল।