গ্রন্থাগার গুলিতে উচ্চ শিক্ষার কোস এবং কোচিং ক্লাস করার পরিকল্পনা- সিদ্দিকুল্লা চৌধুরী। ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য জেলা শহর গ্রন্থাগার গুলিতে উচ্চ শিক্ষার কোর্স চালু করার পাশাপাশি সেখানে কোচিং ক্লাসের ব্যবস্থা করার আবেদন জানালেন রাজ্যের গনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শুক্রবার বিকেলে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে ৩৪ তম হাওড়া জেলা বইমেলার উদ্বোধন করতে এসে এই কথা বলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
এদিন ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সরকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলাশাসক মুক্তা আয, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আপনাদের কলকাতায় যেতে হবে না।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
আপনারা গ্রন্থাগার ব্যবহার করুন। আমরা কোচিং এর ব্যবস্থা করে দেব। এদিন তিনি বলেন নবম থেকে দ্বাদশ শ্রেণী অনুবাদের সাজেশন বই সহ অন্যান্য বইয়ের জন্য যদি বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা গ্রন্থাগার আধিকারিক এর কাছে আবেদন করে তাহলে আমরা বিনামূল্যে বই পৌঁছে দেব। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন ২০২১-২২ সালে রাজ্যের ২৩টি জেলা এবং শিলিগুড়ি মহাকুমা পরিষদের অনুষ্ঠিত বইমেলায় ৯ কোটি ৯৮ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। আমাদের আশা এই বই মেলাতেও এক আধ কোটি টাকার বই বিক্রি হবে। তিনি বলেন এই বছর আমরা ৪ কোটি টাকার বই কিনেছি।
যার অর্ধেক টাকা দিয়েছে রাজ্য সরকার বাকি টাকা দিয়েছে রাজা রামমোহন রায় ফাউন্ডেশন। এখনো আমাদের হাতে ৬ কোটি টাকা আছে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বই ধরো বই পড়ো এই প্রকল্পে আমরা এই বছর নতুন ৮৩ হাজার মেম্বারশিপ করেছি। এখনো পর্যন্ত ৩ লক্ষ মেম্বারশিপ হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম উলুবেড়িয়া মহকুমায় সরকারি উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হয় উলুবেড়িয়াবাসীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান পূর্তমন্ত্রী পুলক রায়।