এ বার শুভেন্দু কোথায় যাবে!’’নন্দীগ্রামে বিজেপি হারতেই তোপ কুনালের। এ বার শুভেন্দু কোথায় যাবে!’’ নন্দীগ্রামে বিজেপি হারতেই তোপ দাগলেন তৃনমূলের মুখপত্র কুনাল ঘোষ। শুক্রবার, ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই হেরে যায় বিজেপি, বাম। সবক’টি আসন যায় তৃণমূল সমর্থিত প্রার্থীদের ঝুলিতে। শুক্রবার সকাল থেকেই নন্দীগ্রামে টানটান উত্তেজনা। দফায় দফায় সংঘর্ষের অভিযোগ। বিজেপি ও তৃণমূল, দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। বহিরাগতদের এনে হামলার অভিযোগও করেছে যুযুধান দুই পক্ষই। বিরোধী দলনেতার খাসতালুকে এ ভাবে বিজেপিকে হারানোর পর উল্লাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থেকেরা।
দলের তরফে নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত কুণাল ঘোষ বলেন, ‘‘নন্দীগ্রামে সকাল থেকে গোলমাল করেছে বিজেপি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। নন্দীগ্রাম ২-য়ে সমবায়ের ভোট, আর সেখানে নন্দীগ্রাম ১ এবং অন্যান্য বাইরের এলাকার লোককে কেন ঢোকালো শুভেন্দু? বহিরাগতদের দিয়ে গোলমাল করার চেষ্টা করেছিল শুভেন্দু। আমাদের দলের স্থানীয় লোকেরা তা প্রতিহত করেছে। তা করতে গিয়ে আমাদের ছেলেরা রক্তাক্ত হয়েছে। শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সরছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ।’’
তিনি আরও বলেন নন্দীগ্রামেও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারাতে লড়েছিল বিজেপি। কিন্তু তাতেও লাভ হল না। ‘‘বাম-রাম মিলেও কিছুই করতে পারল না। এ বার শুভেন্দু কোথায় যাবে!’’পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের একটি সমবায় ভোটের ফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, নন্দীগ্রামে এক দিকে যেমন রাজ্যে জমি আন্দোলনের আঁতুড়ঘর বলে পরিচিত, তেমনই এই কেন্দ্রেই গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। বস্তুত, নন্দীগ্রামের ভোটের ফলের জেরেই রাজ্য বিজেপিতে আলাদা পরিচিতিও পেয়ে থাকেন শুভেন্দু। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে সেই শুভেন্দুর খাসতালুকেই বিজেপির এই বিরাট হার কতটা ইঙ্গিতবাহী? জল্পনা শুরু।
নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘‘পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এ রাজ্যে নিরপেক্ষ ভোট কোনও দিনই সম্ভব নয়। পুলিশ দলদাস থেকে ক্রীতদাস হয়েছে। তারাই নির্বাচন করছে, তারাই গণনা করছে। এখানকার ভোটারদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে।’’