স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বালুরঘাটের তৃণমূল কাউন্সিলারের নাম। এবার ওয়েষ্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বালুরঘাটের তৃণমূল কাউন্সিলারের নাম, শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রকাশিত তালিকা পোস্টে। পোস্ট ভাইরাল হতেই জেলা জুড়ে বইছে নিন্দার ঝড়।
উল্লেখ্য, চলতি বছরের গত ২২শে ডিসেম্বর তারিখে ওয়েষ্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ৯৫২ জন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ঐ তালিকার ৪১৭নং সিরিয়াল নম্বরে দেখা যায় দীপান্বিতা দেবসিংহ নামে এক শিক্ষিকার নাম রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে দীপান্বিতা দেব সিংহ নামের ঐ শিক্ষিকা বালুরঘাটের বাসিন্দা হওয়ার পাশাপাশি বালুরঘাট পৌরসভার ২৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারও। যে খবর চাউড় হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইতে শুরু করে।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
কম নম্বর পাওয়ার পরেও ঐ শিক্ষিকা চাকরি পেলেন কিভাবে এই প্রশ্ন তুলে বালুরঘাট শহরের একাধিক যুবককে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী বলেন আমরা তীব্র নিন্দা জানাই, বেকার শিক্ষিত যুবক যারা চাকরি পাওয়ার যোগ্য যারা ন্যায্য চাকরি পাওয়ার দাবীতে দিনের পর দিন ধরে অনশন করছে-আন্দোলন করছে তাদের চাকরি চুরি করে যারা অন্যায় করেছে তাদের শুধু চাকরি দেওয়া নয় তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক মহামান্য আদালত এই দাবী করছি।
বালুরঘাট শহরের বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরব এই ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চাইব, এদের যেন গ্রেপ্তার করে জেলে পুরে দেওয়া হয়। অপরদিকে এই প্রসঙ্গে ২৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা শিক্ষিকা দীপান্বিতা দেবসিংহ বলেন সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে আমি তো এখনও দেখিনি, এই ব্যাপারে আর কি বলব, আমি পরীক্ষা দিয়েছি, আমার কাছে এখনও উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন কিছু আসেনি, এই ব্যাপারে বিশেষ কিছু আমি জানি না। তিনি বলেন এই ব্যাপারে আমার কিছু বলার নেই, অফিসিয়ালি পাব তারপর সে ব্যাপারে জানাব।