দুষ্কৃতীদের রোষের শিকার সংবাদপত্র বিক্রেতার দোকান, নিন্দার ঝড় বালুরঘাটে। রাস্তায় ছুঁড়ে ফেলা হল সংবাদপত্র,ফেলে দেওয়া হল সংবাদপত্র রাখার টেবিল, বালুরঘাটে দুষ্কৃতীদের দ্বারা কার্যত ভাঙচুর সংবাদপত্র বিক্রেতার অস্থায়ী দোকানগুলি। ঘটনায় আতঙ্কিত সংবাদপত্র বিক্রেতা বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন।জানা গিয়েছে, বালুরঘাটের নারায়নপুর এলাকার ফুটব্রিজের নীচের এক কোণে টেবিল পেতে দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে আসছিলেন সংবাদপত্র বিক্রেতা মাধব মৈত্র।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
সংবাদপত্র বিক্রেতা মাধব মৈত্র-র অভিযোগ বিগত কয়েকদিন ধরে তাকে কয়েকজন ব্যবসা বন্ধের কথা বলতে থাকে। মাধব মৈত্র-র অভিযোগ, শনিবার দুপুরে কয়েকজন দুষ্কৃতী এসে তার অস্থায়ী দোকানে থাকা সংবাদপত্র ফেলে দেওয়ার পাশাপাশি টেবিলও ফেলে দেয় এবং হুমকি দেয় উক্ত স্থলে সংবাদপত্র বিক্রি না করার। ঘটনার পরে সংবাদপত্র বিক্রেতা মাধব মৈত্র বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদপত্র বিক্রেতার অস্থায়ী দোকান কার্যত ভাঙচুরের ঘটনা এদিন চাউড় হতেই নিন্দার ঝড় বইতে শুরু করে বালুরঘাট শহর জুড়ে।
বালুরঘাটের বাসিন্দা বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা বলেন এই ধরনের ঘটনা নিন্দনীয়, আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে। দক্ষিণ দিনাজপুর জার্ণালিস্টস্ ক্লাবের সম্পাদক অনুপ স্যান্যাল বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয়, প্রশাসনের উচিৎ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ঘটনা প্রসঙ্গে একাধিক শহরবাসীর আবার কটাক্ষমূলক বক্তব্য, শহরের একাধিক জায়গায় অবৈধভাবে মদ – গাজা – কিলবিশ বিক্রিতে দৃষ্টান্তমূলক বাধা দেখা না গেলেও সংবাদপত্র বিক্রিতে বাধা দেখা যাচ্ছে এটা দুঃখের।
পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
দুষ্কৃতীদের রোষের শিকার সংবাদপত্র বিক্রেতার দোকান, নিন্দার ঝড় বালুরঘাটে। রাস্তায় ছুঁড়ে ফেলা হল সংবাদপত্র,ফেলে দেওয়া হল সংবাদপত্র রাখার টেবিল, বালুরঘাটে দুষ্কৃতীদের দ্বারা কার্যত ভাঙচুর সংবাদপত্র বিক্রেতার অস্থায়ী দোকানগুলি। ঘটনায় আতঙ্কিত সংবাদপত্র বিক্রেতা বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন।জানা গিয়েছে, বালুরঘাটের নারায়নপুর এলাকার ফুটব্রিজের নীচের এক কোণে টেবিল পেতে দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে আসছিলেন সংবাদপত্র বিক্রেতা মাধব মৈত্র। দুষ্কৃতীদের রোষে