আনন্দ মেলা ব্যারাকপুরে। বড়দিনের সন্ধ্যায় ব্যারাকপুর হিন্দি স্কুলের মাঠে শুভ সূচনা হল ষষ্ঠ বার্ষিকী আনন্দ মেলার। ব্যারাকপুর পুরসভার পরিচালনায় আটদিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করলেন সাংসদ সাংসদ অর্জুন সিং ও ব্যারাপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী,টেলি অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ ও সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী,পুরপ্রধান উত্তম দাস, উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান মলয় ঘোষ,উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মীতা হাতি,নগরপাল অলোক রাজোরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।জানা গিয়েছে,মেলা চলবে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত।
মেলা উপলক্ষে প্রতিদিনই থাকে নামিদামি শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এবার মেলা প্রাঙ্গণে থাকছে খাদ্যমেলা,পাখি মেলা, মৎস্য প্রর্দশনী সহ ৫০ টিরও বেশি স্টল। পৌরসভা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর স্টলও রয়েছে মেলা প্রাঙ্গণে। আগামী ৩১ শে ডিসেম্বর রাত বারোটার সময় নতুন ইংরেজি বর্ষকে স্বাগত জানাতে থাকছে বাজি প্রর্দশনীও।
এদিন অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং বলেন,মেলা ও উৎসব মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটায়। তাই ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে এই মেলা দেখবেন এবং উপভোগও করবেন। সাংসদ অর্জুন সিং আরও বলেন, ব্যারাকপুর শহর আমাদের রাজধানী। কিন্তু ক্যান্টনমেন্ট এড়িয়া হওয়া কারনে এখানে জায়গার খুব অভাব। তাসত্ত্বেও উদ্যক্তারা এখানে যেভাবে এই মেলার আয়োজন করেছেন তা যতেষ্ট প্রশংসনীয়। বিধায়ক রাজ চক্রবর্তী বলেন,মেলা-উৎসব মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর
উল্লেখ্য, বড়দিনের সন্ধ্যায় ব্যারাকপুর হিন্দি স্কুলের মাঠে শুভ সূচনা হল ষষ্ঠ বার্ষিকী আনন্দ মেলার। ব্যারাকপুর পুরসভার পরিচালনায় আটদিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করলেন সাংসদ সাংসদ অর্জুন সিং ও ব্যারাপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী,টেলি অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ ও সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী,পুরপ্রধান উত্তম দাস, উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান মলয় ঘোষ,উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মীতা হাতি,নগরপাল অলোক রাজোরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।