কোভিড নিয়ে সতর্ক থাকার পরামর্শ মন্ত্রী অরূপ রায়ের। ডায়মন্ড হারবারে পিকনিক করতে যাবার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় মধ্য হাওড়ার উত্তর খুরুট বারোয়ারির ৬ সদস্য প্রাণ হারিয়েছিলেন। তাঁদের স্মরণে প্রতি বছর ২৫ ডিসেম্বর বড়দিনে স্মরণ দিবস উদযাপন করে হাওড়ার এই ক্লাব সংগঠন। এবছর শহীদ স্মৃতিতে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, আইএফএ এর প্রাক্তন সহ সভাপতি শ্যামল মিত্র, পুরসভার প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন দেবাংশু দাস, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিশীথ রঞ্জন চৌধুরী, ডাঃ নিতাই ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী অরূপ রায় বলেন, কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মানুষকে সতর্ক থাকতে হবে। কোভিড নিয়ে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মাননীয়া মুখ্যমন্ত্রী সকলেই সতর্ক রয়েছেন। হাওড়া জেলা হাসপাতালে শনিবারই মিটিং করেছি। যুদ্ধকালীন ভিত্তিতে সব সতর্কতা নেওয়া হয়েছে।
যদি করোনা সংক্রমণ বাড়ে মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি তার সব ব্যবস্থা করা হয়েছে। মানুষকেও মাস্ক ব্যবহার করতে হবে। সকলকে সচেতন থাকতে হবে। সাবধানে থাকতে হবে। তবেই আমরা কোভিডকে প্রতিরোধ করতে পারব। পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, কোভিড নিয়ে আমরা সতর্ক রয়েছি। কোভিডের অস্ত্রে শাণ দিয়েই আমাদের ফের প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন – “বাংলা ভারতকে পথ দেখাবে”- রাজ্যপাল সিভি আনন্দ বোস
উল্লেখ্য, ডায়মন্ড হারবারে পিকনিক করতে যাবার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় মধ্য হাওড়ার উত্তর খুরুট বারোয়ারির ৬ সদস্য প্রাণ হারিয়েছিলেন। তাঁদের স্মরণে প্রতি বছর ২৫ ডিসেম্বর বড়দিনে স্মরণ দিবস উদযাপন করে হাওড়ার এই ক্লাব সংগঠন। এবছর শহীদ স্মৃতিতে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, আইএফএ এর প্রাক্তন সহ সভাপতি শ্যামল মিত্র, পুরসভার প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন দেবাংশু দাস, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিশীথ রঞ্জন চৌধুরী, ডাঃ নিতাই ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী অরূপ রায় বলেন, কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মানুষকে সতর্ক থাকতে হবে। কোভিড নিয়ে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মাননীয়া মুখ্যমন্ত্রী সকলেই সতর্ক রয়েছেন। হাওড়া জেলা হাসপাতালে শনিবারই মিটিং করেছি। যুদ্ধকালীন ভিত্তিতে সব সতর্কতা নেওয়া হয়েছে।
যদি করোনা সংক্রমণ বাড়ে মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি তার সব ব্যবস্থা করা হয়েছে। মানুষকেও মাস্ক ব্যবহার করতে হবে। সকলকে সচেতন থাকতে হবে। সাবধানে থাকতে হবে। তবেই আমরা কোভিডকে প্রতিরোধ করতে পারব। পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, কোভিড নিয়ে আমরা সতর্ক রয়েছি। কোভিডের অস্ত্রে শাণ দিয়েই আমাদের ফের প্রস্তুতি নিতে হবে।